Lalu Prasad Yadav: 5 রাজ্যের নির্বাচনের স্বার্থে কৃষি আইন প্রত্যাহার, লালুর নিশানায় মোদি

author img

By

Published : Nov 19, 2021, 9:15 PM IST

Farm Laws Repeal is Election Policy of Narendra Modi says Lalu Prasad Yadav

বিতর্কিত তিনটি কৃষি আইন কখনওই কৃষকদের স্বার্থে তৈরি করা হয়নি বলে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন লালু প্রসাদ যাদব ৷ সেই সঙ্গে তাঁর মত, 5 রাজ্যের আসন্ন নির্বাচনকে মাথায় রেখেই মোদি সরকার কৃষি আইন প্রত্যাহার করেছে ৷

পটনা, 19 নভেম্বর : জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরু পরব ও কার্তিক পূর্ণিমা উপলক্ষে তিনটি নতুন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন ৷ এর পরেই কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা করেছে বিরোধী দলগুলি, এ নিয়ে তারা প্রতিক্রিয়াও দিয়েছে ৷ তেমনি কৃষি আইন প্রত্যাহার নিয়ে আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, বিরোধী এবং কৃষকদের চাপে কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ৷

লালু প্রসাদ যাদব জানিয়েছেন, বিতর্কিত তিনটি কৃষি আইন কখনওই কৃষকদের স্বার্থে তৈরি করা হয়নি ৷ এর ফলে কৃষকদের কেবলই ক্ষতি হত ৷ আর আগামী বছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনকে মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার এই কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ৷ এমনকি কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের মন্তব্যকেও এদিন তুলে ধরেন লালু প্রসাদ যাদব ৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বলেছিল, কৃষক আন্দোলনে পাকিস্তানি এবং খালিস্তানি জঙ্গিরা ঢুকেছে ৷ কেন্দ্র এই আন্দোলনকে বন্ধ করতে সবরকম চেষ্টা করেছে ৷ কিন্তু, তাদের সবরকম চেষ্টা ব্যর্থ হওয়ায়, শেষ পর্যন্ত হার স্বীকার করতে হল ৷

আরও পড়ুন : Farm Laws Repeal : সংসদে কৃষি আইন প্রত্যাহার হলেই আন্দোলনে ইতি, জানালেন রাকেশ টিকায়েত

লালুর মতে কৃষকদের আন্দোলন এখনও শেষ হয়নি ৷ সরকারকে চাপে রাখতে বিরোধীরা তাদের কাজ করে যাবে ৷ এর মধ্যে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে ৷ আর অধিবেশন শুরু হতেই সরকারের উচিত আইনটিকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করে দেওয়া ৷ আরজেডি’র অন্তত এটাই দাবি বলে জানান লালু প্রসাদ যাদব ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন ৷ তবে, তাঁর বক্তব্যে আজও মোদি বলেন, সরকার কৃষকদের স্বার্থরক্ষার্থেই নয়া তিনটি কৃষি আইন এনেছিল ৷ কিন্তু, কৃষকদের একটি অংশকে তাঁরা এটি বোঝাতে ব্যর্থ হয়েছেন ৷

5 রাজ্যের নির্বাচনের স্বার্থে কৃষি আইন প্রত্যাহার, মোদিকে নিশানা লালুর

আরও পড়ুন : Farm Laws Repeal : নির্বাচনী অঙ্কেই কৃষি আইন প্রত্যাহার মোদির, একসুর সৌগত-সুজন-মান্নানের

গত এক বছর ধরে কৃষকরা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল ৷ এমনকি বিরোধী দলগুলিও ক্রমাগত কৃষকদের সমর্থন করে এসেছে এবং কেন্দ্রকে চাপে রেখে গিয়েছে ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও জানান, কৃষক মান্ডিগুলির উন্নয়নের জন্য কেন্দ্র কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে ৷ পাশাপাশি কৃষকদের নয়া তিনটি কৃষি আইন নিয়ে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.