পানিপথে একই পরিবারের 150 সদস্যের সবার 20টির বেশি আঙুল! চিকিৎসার ভাষায় বলা হয় 'পলিড্যাক্টিলি'

পানিপথে একই পরিবারের 150 সদস্যের সবার 20টির বেশি আঙুল! চিকিৎসার ভাষায় বলা হয় 'পলিড্যাক্টিলি'
Everyone has More Than 20 Fingers Each in 150-member Family: একই পরিবারের 150 জন সদস্য রয়েছেন ৷ আর তাঁদের সকলের হাত ও পা মিলিয়ে আঙুলের সংখ্যা 20-র বেশি ৷ কারও 21, তো কারও 22 ৷ এমনই একটি পরিবারের খোঁজ পাওয়া গিয়েছে হরিয়ানার পানিপথে ৷
পানিপথ, 21 নভেম্বর: একজন মানুষের হাত ও পা মিলিয়ে সাধারণত 20টি আঙুল থাকে ৷ কোনও কোনও ক্ষেত্রে কারও হাত বা পায়ে একটি অতিরিক্ত আঙুলও থাকে ৷ যাকে চিকিৎসার ভাষায় 'পলিড্যাক্টিলি' বলে ৷ যা জিনগত ভাবে কোনও ব্যক্তির শারীরিক বিকাশের ক্ষেত্রে দেখা যায় ৷ কিন্তু, একই পরিবারের 150 জন সদস্যের প্রত্যেকের হাত ও পায়ের আঙুল কুড়িটির বেশি ! এমনই ঘটনা সামনে এসেছে ৷ হরিয়ানার পানিপথে বাবরপুর গ্রামের ঘটনা এটি ৷
ওই পরিবারের সঙ্গে ডিএনএ বা জিনগত ভাবে যোগ রয়েছে, এমন সকলের হাত বা পায়ে একটি বা তারও বেশি আঙুল রয়েছে ৷ পরিবারের এক ব্যক্তি জনি জানান, তাঁদের পরিবারে প্রত্যেক শিশু এই বৈশিষ্ট্য নিয়ে জন্মায় ৷ কারও হাতে 6টি আঙুল বা কারও পায়ে ছ’টি আঙুল ৷ এমনকি জনির ছেলের দু’হাতে ছ’টি করে বারোটি ও এক পায়ে 6টি আঙুল রয়েছে ৷ অর্থাৎ, মোট 23টি আঙুল নিয়ে জন্মেছে সে ৷ তিনি জানান, আগে তাঁদের পরিবারের মধ্যে এটি ছিল ৷ কিন্তু, তাঁদের বাড়ির মেয়েরা বিয়ে হয়ে চলে যাওয়ার পর, সেই বংশেও এই 'পলিড্যাক্টিলি' ধারা শুরু হয়েছে ৷ এভাবে তাদের আত্মীয়স্বজন সব মিলিয়ে প্রায় 150 জনের কুড়ি বা তার বেশি আঙুল এই মুহূর্তে ৷
জনি জানান, আগে তাঁর বাবার পায়ে 6টি আঙুল ছিল ৷ কিন্তু, তিনি বংশগত ষষ্ঠ আঙুল অস্ত্রোপচার করে বাদ দিয়েছিলেন ৷ ভেবেছিলেন তাঁর সন্তানরা আর এমন বৈশিষ্ট্য নিয়ে জন্মাবেন না ৷ যখন তিনি জন্মগ্রহণ করেন তখন পায়ের 6টি আঙুল ছিল ৷ যখন তিনি বিয়ে করেন, তখন তাঁর বড় ছেলেও পায়ের ছয়টি আঙুল নিয়ে জন্মেছে ৷ জনি জানান, তাঁর পরিবারে প্রায় দেড় শতাধিক লোক রয়েছে যাদের ছয় বা তার বেশি আঙুল রয়েছে ৷ এর জেরে শারীরিক সমস্যা না হলেও, জুতো বা চটি পড়ার ক্ষেত্রে সমস্যা হয় ৷ তাদের সকলের তাই বরাত দেওয়া জুতো ব্যবহার করতে হয় ৷ বর্তমানে এই পরিবারের অর্ধেক সদস্য বাবরপুর মান্ডি এবং বাকি অর্ধেক পানিপথ সংলগ্ন নোহরা গ্রামে থাকেন ৷
কী বলছেন চিকিৎসক ?: চিকিৎসক জয়শ্রী জানান, একই পরিবারে 6টি আঙুল বিশিষ্ট মানুষের জন্মকে চিকিৎসার ভাষায় পলিড্যাক্টিলি বলা হয় ৷ এটি শরীরের ক্রোমোজোম এবং জিনের কারণে ঘটে ৷ এটি একাধিক প্রজন্ম ধরে পরিবারের সদস্যদের মধ্যে স্থানান্তরিত হচ্ছে ৷ যদিও এই আঙ্গুলগুলি কোনও ক্ষতি করে না ৷ তবে, তারা চলাফেরা বা প্রতিরক্ষা ক্ষেত্রে যেতে পারেন না ৷ তিনি জানান পরিবারের কোনও সদস্যের 6টি আঙুল থাকলে, তা বড় ছেলের কাছে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে ৷
আরও পড়ুন:
