ETV Bharat Horoscope for 19th March: প্রেম জীবনের সমস্যা থেকে মুক্তি ধনুর, বাকিদের কেমন কাটবে জানুন রাশিফলে
Published: Mar 19, 2023, 5:30 AM


ETV Bharat Horoscope for 19th March: প্রেম জীবনের সমস্যা থেকে মুক্তি ধনুর, বাকিদের কেমন কাটবে জানুন রাশিফলে
Published: Mar 19, 2023, 5:30 AM
কেউ কঠোর পরিশ্রম করেও অনেক দেরিতে ফল পান আবার অনেকে সহজেই উন্নতির শিখরে পৌঁছে যান ৷ শুভকাজ শুরুর আগে আপনার রাশিতে গ্রহের অবস্থান ও আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (ETV Bharat Horoscope for 19th March) ৷
মেষ: আপনার কর্মজগতের কাজের চাপে আপনি সারাদিন ব্যস্ত থাকবেন ৷ কিন্তু নিজের উপর অতিরিক্ত চাপ নেবেন না ৷ এতে আপনার শারীরিক অবস্থার অবনতি ঘটবে । এই সময়টা নতুন কোনও পরিকল্পনা গ্রহণ করা এবং তাকে বাস্তব রূপদান করার জন্য আদর্শ ৷ আপনার বুদ্ধিমত্তা প্রকাশের ইচ্ছা আজ প্রবল থাকবে । ব্যবসার সম্প্রসারণ ঘটাতে আপনি প্রস্তুত । আপনার প্রত্যাশা মতোই ক্লায়েন্টদের সঙ্গে মিটিং হবে । যদি আপনি আপনার উপার্জন বৃদ্ধি করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনাকে পুরনো যোগাযোগের নম্বরগুলোতে নতুন করে সম্পর্ক স্থাপন করতে হবে ।
বৃষ: আপনার নক্ষত্রগত অবস্থান আজ আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে ৷ আপনি আপনার চিন্তাভাবনাগুলোকে নির্ভুলভাবে প্রকাশ করতে পারবেন । আপনার প্রিয় মানুষের জন্য আজ আপনি সমস্ত আবেগ ঢেলে দেবেন । টাকা-পয়সার বিষয়টি নির্ভর করবে আপনার দীর্ঘ-মেয়াদি লক্ষ্য এবং উচ্চাশাকে কেন্দ্র করে । আপনি যে কাজ করছেন তার অর্থনৈতিক বিষয়গুলির সঙ্গে আপনি যুক্ত হতে পারেন । আপনার ইচ্ছা হতে পারে সম্পূর্ণ স্বাধীনভাবে মুক্ত থাকার ৷
মিথুন: আজ আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে আপনাকে মানিয়ে নিতে হতে পারে । আপনার এমনও মনে হতে পারে যে, আপনি কাজটা করতে বাধ্য হচ্ছেন । আপনার আজ উপলব্ধি হবে যে আপনার ভবিষ্যৎ এবং অর্থনৈতিক ক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজন । আপনি মিটিংয়ে উপস্থিত থাকলেও কোনও সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে নিজেকে জড়াবেন না । আপনাকে কিছু অপ্রীতিকর পরিস্থিতি সুন্দরভাবে সামলাতে হতে পারে । মন এবং বুদ্ধির মধ্যে দ্বন্দ্ব বাড়বে এবং এর ফলে অস্থিরতা বৃদ্ধি পাবে ।
কর্কট: আজ আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করবে । আপনার ব্যক্তিগত ও কর্মজীবন দু’তরফে চাহিদা পূরণ করতে হবে । নিজেকে অবসন্ন লাগবে । সব ধরণের চাহিদা পূরণ করা সহজ হবে না । আপনাকে মানসিক ভাবে স্থিরপ্রতিজ্ঞ হতে হবে । নিজের ধৈর্য্য এবং আত্মবিশ্বাস বজায় রাখুন । ধীরে কিন্তু দৃঢ় মনোভাবের ফলে আপনি সমগ্র পরিস্থিতি আয়ত্তে আনতে পারবেন । দিনের শেষভাগে, অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে আপনাকে চিন্তিত থাকতে হবে ।
সিংহ: আপনার প্রেম জীবন ও সম্পর্কের ক্ষেত্রে, আজ দিনটি আপনার অনুকূলে থাকবে । আজ গ্রহ-নক্ষত্রের অবস্থানের বিচারে নিজের প্রিয়তমকে প্রেমপ্রস্তাব দেওয়ার জন্য আদর্শদিন । আপনার স্বভাব হলো আপনি এক মুহূর্তও কিছু না করে থাকতে পারেন না । অফিসে বিভিন্নরকম কাজের মধ্যে নিজেকে আপনি ব্যস্ত রাখবেন । কর্মক্ষেত্রে আপনার এই ব্যস্ততা আপনার জন্য যথেষ্ট প্রশংসা বয়ে আনবে ৷ আপনি অর্থসংক্রান্ত বিষয়ে কোনও মাঝারি মাপের সিদ্ধান্ত নেবেন না ।
কন্যা: কর্মজগতে আজ আপনি ব্যস্ত থাকবেন । আপনার প্রিয়তম মানুষের সঙ্গে দিন কাটানোর কোনও সুযোগ আজ আপনি পাবেন না । যদি আপনি কোনও দীর্ঘ-দূরত্বে থাকা সম্পর্কে জড়িত থাকেন, তবে আপনার প্রিয়তম-র সঙ্গে আপনি আজ দিনটি উপভোগ করবেন । দিনের পরবর্তী সময়ে, আপনার শারীরিক সমস্যার কারণে অযাচিত ব্যয় হবে ৷ আকস্মিক দুর্ঘটনাও ঘটতে পারে । ঋণে যাতে জড়িয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রাখুন । কাজের বিষয়ে, আপনার মৌলিক উদ্ভাবনী চিন্তা আপনি শেয়ার করতে ইচ্ছুক হবেন ।
তুলা: আপনার ব্যক্তিগত জীবনের সমস্যা আপনাকে আজ অফিসে কাজে মনোনিবেশে বাধা সৃষ্টি করবে । আপনার কর্ম আর ব্যক্তিগত জীবন পৃথক রাখুন ৷ দু’দিকেই সমান মনোযোগ দিন ৷ ঠিক যতটা তাদের প্রাপ্য । এই কাজ করার ক্ষেত্রে কোনও ভুল নেই ৷ তাই যাই হোক না কেন, একটি সঠিক দিন বেছে নিয়ে তবেই নতুন কিছু করা উচিত, কারণ আজ দিনটি মোটেও শুভ নয় ।
বৃশ্চিক: আজ আপনি আপনার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তা করার কোনও সুযোগ পাবেন না ৷ কারণ আজ আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হবে । অনলাইনে নিজের ব্যাঙ্ক-আমানত চেক করার মতো সময়ও আপনি পাবেন না । আপনার পেশাগত জীবন মসৃণভাবেই এগোবে । আপনাকে দিনের শুরুতে প্রচুর দায়িত্ব নিতে হবে ৷ কিন্তু সন্ধ্যের মধ্যেই আপনি অধিকাংশ কাজ সম্পন্ন করে ফেলবেন । আপনি কিছু ত্রুটি দেখতে পেতে পারেন এবং সতর্ক হয়ে যাবেন ।
ধনু: আপনার প্রেম জীবনের সাম্প্রতিক কিছু সাধারণ সমস্যা থেকে আপনি দূরে সরে থাকতে পারেন । এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের দু’জনের আন্তরিক প্রচেষ্টার জন্য । আপনি নিজেকে অনেক পরিণত করে তুলেছেন । আপনি আনন্দ অনুভব করবেন যদি এই পরিবর্তনের সঙ্গে আপনি এগিয়ে চলেন । আপনাকে সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রোজেক্ট শেষ করতে হবে । যদিও আপনি প্রথমদিকে একটু দোলাচলে থাকবেন, কিন্তু কাজটি আপরি সুচারুভাবে সম্পন্ন করবেন ।
মকর: আপনি উদ্দীপনার সঙ্গে কর্ম করবেন । যাইহোক, অফিসে অতিরিক্ত সময়ের কাজ আপনাকে অবসন্ন করে তুলবে । আপনি আপনার সহকর্মীদের উপর চাপ সৃষ্টি না করাই ভালো ৷ যদি আপনি ঘরোয়া বিষয়ে চিন্তিত থাকেন, সেখানে আপনার পরিবারের সদস্যরা আপনার পাশে নৈতিক এবং অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দেবেন । যদি নিজের মোট সম্পদ বৃদ্ধির চেষ্টা করেন, তাহলে আপনার নেটওয়ার্ক সেই রাস্তা খুলে দিতে পারে ।
কুম্ভ: অর্থনৈতিক সমস্যা তখনই মিটতে পারে যদি আপনি নিজেকে শান্ত এবং ধীরস্থির রাখেন । দিনের দ্বিতীয়ার্ধ নির্দেশ করে যে, আপনার গ্রুপের অন্যান্য লোকজনের (অনলাইন বা অফলাইন) কাছ থেকে যে পরামর্শ পাবেন সেগুলো খুবই কার্যকরী । আজ আপনার নক্ষত্রের অবস্থান আপনার অনুকূলে থাকবে না । যাইহোক, সময় যত এগোবে, তত আপনি অনুভব করতে পারবেন যে নক্ষত্রগত অবস্থান ক্রমাগত পরিবর্তিত হচ্ছে ৷ ভাগ্য আপনাকে সহায়তা করবে । সকালে আপনি তুচ্ছাতিতুচ্ছ বিষয়ে অনেক বেশি সময় ব্যয় করবেন ৷
মীন: আজ স্বামী-স্ত্রী-র সঙ্গে অনেক ভালোভাবে বোঝাপড়া হবে । আপনার মুখে হাসি ফুটবে ৷ কারণ অফিসে আপনার কাজ সবার দ্বারা সমাদৃত হবে । আপনার বস আপনার কাজে খুব খুশি হবেন ৷ তার ফলে আপনি কিছুটা স্বস্তি বোধ করবেন । আপনার মনে হবে যে, আপনি সঠিক রাস্তাতেই রয়েছেন । যাইহোক, আপনার অর্থনৈতিক রেখাচিত্র আজ হয়তো উল্লেখযোগ্যভাবে কমে যাবে ।
