Maoists Encounter in Sukma: সুকমায় এনকাউন্টার ! কোবরা-এসটিএফের গুলিতে জখম 6 মাওবাদী

author img

By

Published : Mar 9, 2023, 2:01 PM IST

Maoists Encounter

রাজ্য সরকারের দাবি রাজ্যে মাওবাদী উপদ্রব আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে ৷ এদিকে একের পর এক এনকাউন্টার চলছে ৷ কখনও মাওবাদীরা হামলা চালাচ্ছে নিরাপত্তাবাহিনীর উপর ৷ ছত্তিশগড়ের জঙ্গলে চলল গুলি (Encounter between COBRA and STF and Maoists in Sukma) ৷

সুকমা (ছত্তিশগড়), 9 মার্চ: নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলিযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল এলাকা ৷ চারদিন আগে ছত্তিশগড়ের সুকমা জেলার পোরোমপোদিয়া জঙ্গল থেকে 2 জন দাগি মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে ৷ এরপর বৃহস্পতিবার সকালেই কোবরা (Commando Battalion for Resolute Action, CoBRA) ও এসটিএফ (Special Task Force , STF) ও মাওবাদীদের মধ্যে এনকাউন্টার শুরু হয় ৷

প্রাথমিক তথ্য অনুযায়ী, সাকলার এলাকায় কোবরা ও এসটিএফ বাহিনী মাওবাদীদের বিরুদ্ধে এনকাউন্টার চালায় ৷ নির্দিষ্টভাবে কিছু জানা না-গেলেও দু'পক্ষের গুলির লড়াইয়ে ছ'জন মাওবাদী জখম হয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনাস্থল ছেড়ে চলে যায় মাওবাদীরা ৷ এরপর সেখান থেকে বিশাল পরিমাণে বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী (Security Forces recovered huge amount of explosives from Sukma in Maoists Encounter) ৷

বস্তারের আইজি সুন্দররাজ পি বলেন, "সকাল 7টার সময় সাকলার এলাকায় কোবরা ও এসটিএফ এবং মাওবাদীদের মধ্যে এনকাউন্টার যুদ্ধ আরম্ভ হয় ৷ নিরাপত্তাবাহিনী সাহসের সঙ্গে জবাব দিয়েছে ৷ নকশালদের প্রচুর ক্ষতি হয়েছে ৷ পাঁচজন কি ছ'জন নকশাল আহত হয়ে পালিয়ে গিয়েছে ৷ নিরাপত্তাবাহিনী ঘটনাস্থল থেকে বিশাল পরিমাণে বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে৷ এর মধ্যে ব্যারেড গ্রেনেড লঞ্চারও আছে ৷ কোবরা, এসটিএফ এবং সিআরপিএফ পুরো এলাকা ঘিরে রেখেছে ৷ এখনও তল্লাশি অভিযান চলছে ৷"

এর আগে সুকমার পোরোমপোদিয়া জঙ্গল এলাকায় একটি সংক্ষিপ্ত গুলিযুদ্ধ শেষে এক মাওবাদী দম্পতিকে গ্রেফতার করে নিরাপত্তাবাহিনী ৷ পুরুষ সদস্যের নাম মুচাকি হিদমা সিপিআই মাওবাদী সংগঠনের 24 নম্বর ব্যাটেলিয়নের মিলিটারি কম্যান্ডার ৷ মহিলা ক্যাডারের নাম কুঞ্জাম কোশি৷ সে নিষিদ্ধ এই দলের কাঙ্গের ঘাটি এলাকার 31 নম্বর ব্যাটেলিয়নের সদস্য ৷

রাজ্য সরকার দাবি করেছে, মাওবাদী কার্যকলাপ আগের তুলনায় কমেছে ৷ এদিকে এক সপ্তাহ আগে তিনজন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (District Reserve Guard) আধিকারিক সুকমা জেলাতেই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ৷ ডিআরজি দলটি টহলদারি দিতে বেরিয়েছিল ৷ সেই সময় মাওবাদীরা তাঁদের উপর আক্রমণ চালায় ৷ তিন জন ডিআরজি জওয়ান মারা যান এবং দু'জন জখম হয়েছেন ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডে মাওবাদীদের রাখা আইইডি বিস্ফোরণে নিহত প্রৌঢ়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.