ডিআরডিও-র চাফ প্রযুক্তি প্রতিপক্ষের মিসাইল রুখতে সক্ষম

author img

By

Published : Apr 5, 2021, 10:06 PM IST

drdos-chaff-technology-to-safeguard-naval-ships-from-missile-attack

ডিফেন্স ল্যাবরেটরি যোধপুর এবং ডিআরডিও-র যৌথ উদ্বগে তৈরি তিনটি কাফ রকেট বা খড়ের রকেট এবার ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত হতে চলেছে ৷ এই তিনটি রকেট সাম্প্রতিককালে আরব সাগরের উপরে ভারতীয় নৌ বাহিনীর জাহাজ থেকে উৎক্ষেপণ করে পরীক্ষা করা হয় ৷ যার ফলাফলে নৌ সেনা কর্তৃপক্ষ বেশ সন্তুষ্ট ৷

নয়াদিল্লি, 5 এপ্রিল : ডিফেন্স ল্যাবরেটরি যোধপুর এবং ডিআরডিও-র যৌথ উদ্বগে তৈরি তিনটি কাফ রকেট বা খড়ের রকেট এবার ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত হতে চলেছে ৷ শর্ট রেঞ্জ চাফ রকেট, মিডিয়াম রেঞ্জ চাফ রকেট এবং লং রেঞ্জ চাফ রকেট ৷ এই তিনটি রকেট সাম্প্রতিককালে আরব সাগরের উপরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে উৎক্ষেপণ করে পরীক্ষা করা হয় ৷ যার ফলাফলে নৌসেনা কতৃপক্ষ বেশ সন্তুষ্ট ৷

প্রসঙ্গত, এই খড়ের তৈরি রকেট হল প্যাসিভ এক্সপ্যান্ডেবল ইলেক্ট্রলিক কাউন্টারমেজ়র টেকনলজি ৷ যা বিশ্ব জুড়ে নৌবাহিনীর জাহাজকে শত্রুর ব়্যাডার এবং আরএফ মিসাইল থেকে রক্ষা করে ৷ এই উদ্ভাবন নিয়ে ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, খুব কম পরিমাণ চাফ মেটিরিয়াল রয়েছে যা হাওয়ায় শত্রু পক্ষে মিসাইলের গতিপথ বদলে দিয়ে আমাদের যুদ্ধ জাহাজগুলিকে রক্ষা করবে ৷

আরও পড়ুন : ভারত মহাসাগরীয় অঞ্চলে নজর রাখবে ‘সিন্ধু নেত্র’

ইতিমধ্যে এটি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কোনও শিল্প সংস্থাকে দিয়ে এর উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে ৷ আর এই টেকনোলজ়ি যাতে বাইরে পাওয়া না যায়, তাও নজরে রাখা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.