Karauli Devi Devotees Drown: করৌলি দেবী দর্শনের পথে চম্বল নদীতে ভেসে গেলেন দর্শনার্থীরা

author img

By

Published : Mar 18, 2023, 12:51 PM IST

Updated : Mar 18, 2023, 1:17 PM IST

Karauli Devi Devotees Drown

মধ্যপ্রদেশ ও রাজস্থানের সীমানাবর্তী এলাকায় ঘটে গেল বড় দুর্ঘটনা । চম্বল নদীতে ডুবে গেলেন করৌলি দেবীর মন্দির দর্শনে যাওয়া ভক্তরা (Karauli Devi Devotees Drown) । খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান । ডুবুরিদের সহায়তায় এক নারী-সহ তিন জনের দেহ উদ্ধার করেছে পুলিশ ।

মোরেনা/করৌলি, 18 মার্চ: করৌলি দেবীর (Karauli Devi) দর্শন করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হতে হল দর্শনার্থীদের ৷ তীর্থযাত্রীদের একটি দল ভেসে গেল চম্বল নদীতে (Devotees Drown in Chambal River) ৷ শনিবার দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশ ও রাজস্থানের সীমানাবর্তী এলাকায় ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে এখনও পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ মৃতদের মধ্যে একজন মহিলা ৷ আর 11 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ বাকিদের খোঁজ মেলেনি ৷ তাঁদের সন্ধানে তল্লাশি চলছে ৷

করৌলি দেবীর মন্দির রাজস্থানের কৌরলি জেলায় অবস্থিত ৷ জায়গাটা মধ্যপ্রদেশের কাছে ৷ ফলে প্রায়ই মধ্যপ্রদেশের বাসিন্দারা ওই দেবী দর্শনে যান (Devotees Going to Visit Karauli Devi Temple) ৷ এই দলটিও মধ্যপ্রদেশ থেকে যাচ্ছিল ৷ তাঁরা মধ্যপ্রদেশের শিবপুরীর বাসিন্দা ৷ ওই দলের 17 জনের বেশি তীর্থযাত্রী ছিলেন ৷ যাওয়ার পথে মান্দ্রোয়ালের রোধাই ঘাট রয়েছে ৷ যা চম্বল নদীর পাড়ে অবস্থিত ৷ শনিবার সকালে সেখানেই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই ওই 17 জন জলের তোড়ে ভেসে যান ৷ সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ ও উদ্ধারকারী দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে ৷ সেই সময়ই তিনটি মৃতদেহ উদ্ধার করে ৷ 11 জনকে উদ্ধার করা হয় গুরুতর অবস্থায় ৷ তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাকিদের খোঁজ চলছে বলে পুলিশ ও প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

মোরেনার জেলাশাসক অঙ্কিত আস্থানা জানিয়েছেন, 17 জনে তীর্থযাত্রী চম্বল নদীতে জলের তোড়ে ভেসে যায় ৷ এর মধ্যে আটজন কোনোক্রমে পাড়ে উঠতে সক্ষম হন ৷ পরে উদ্ধারকারীরা তিনটি মৃতদেহ উদ্ধার করেন ৷ এছাড়া 3 জনকে উদ্ধার করা হয় ৷ উদ্ধারকাজে এনডিআরএফ ও এসডিআরএফে-র টিমকে নামানো হয়েছে বলেও জানা গিয়েছে ৷

আরও পড়ুন: ছুরি দিয়ে গলা কেটে রাস্তায় দৌড় যুবকের, ভাইরাল ভিডিয়ো

Last Updated :Mar 18, 2023, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.