Rahul Gandhi: ভারত জোড়োর মিছিলে শিশুকন্যার জুতো পরিয়ে দিলেন রাহুল, সরলতা বলছে কংগ্রেস

author img

By

Published : Sep 18, 2022, 8:02 PM IST

Day 11 of Bharat Jodo Yatra: Rahul Gandhi fixes young girl sandals as she marches along In Kerala

ভারত জোড়ো যাত্রার (Day 11 of Bharat Jodo Yatra) মিছিলে এক শিশুকন্যার জুতো (Rahul Gandhi fixes young girl sandals) পরিয়ে দিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ সেই ভিডিয়ো পোস্ট করে কংগ্রেস একে সারল্যের তকমা দিয়েছে ৷

আলাপ্পুঝা (কেরালা), 18 সেপ্টেম্বর: বিক্ষোভ চলাকালীন রাস্তায় বসে পড়া, মিছিলের ফাঁকে গরিব-গুর্বো কৃষকের ভাঙা ঘরে ঢুকে জিরিয়ে নেওয়া - তাঁকে এসব করতে দেখতে অভ্যস্ত দেশবাসী ৷ এ বার কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) এক শিশুকে নিজে হাতে চটি (Rahul Gandhi fixes young girl sandals) পরিয়ে দিয়ে নজর কাড়লেন ৷ গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় টুইট করে কংগ্রেস বোঝাতে চেয়েছে, রাহুলই হলেন প্রকৃত অর্থে আম আদমি ৷

রবিবার কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার (Day 11 of Bharat Jodo Yatra) একাদশতম দিনে কেরালায় মিছিলে অংশ নেন ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি ৷ সেই সময়ই ঘটে এই ঘটনা ৷ কংগ্রেস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ যেখানে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে নিচু হয়ে মিছিলে অংশগ্রহণকারী এক শিশুকন্যার পায়ের চটি পরিয়ে দিচ্ছেন রাগা ৷ এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে কংগ্রেস লিখেছে, "পবিত্রতা...সরলতা...সৌম্যতা ৷ দেশকে জোড়ার ইচ্ছে নিয়ে তাঁরা কর্মের পথে চলছেন ৷ দেশকে ঐক্যবদ্ধ করার এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করছেন ৷"

ওই ভিডিয়োয় শিশুটির বাবাকে রাহুল গান্ধির ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে ৷ তিনি বলছেন, রাহুলকে দেখার জন্য তাঁর কন্যা রবিবার ভোর চারটের সময় ঘুম থেকে উঠে পড়েছে ৷ কোলে মেয়েকে নিয়ে তিনি বলেছেন, "তিনি (রাহুল) খুব সাধারণ একটা মানুষ ৷ একেবারেই ভিআইপিদের মতো না ৷ ভারতের এমনই নেতা প্রয়োজন ৷"

  • सादगी...सरलता...सौम्यता

    देश जोड़ने का इरादा लिए वे कर्मपथ पर बढ़ रहे हैं
    देश को एकजुट करने की ऐतिहासिक इबारत गढ़ रहे हैं#BharatJodoYatra pic.twitter.com/qCHFaDs5jx

    — Congress (@INCIndia) September 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার 11তম দিনে কৃষকদের মুখোমুখি রাহুল

দিনের শেষে এ দিনের ভারত জোড়া যাত্রা আলাপ্পুঝার ওট্টাপ্পানায় শেষ করেন রাহুল গান্ধি ৷ সেখানে বিশ্রাম নিয়ে কিছু খাওয়া দাওয়া করে কুট্টানাড় ও তার প্রতিবেশী এলাকাগুলির কৃষকদের সঙ্গে কথা বলবেন কংগ্রেস নেতারা ৷

রবিবার কংগ্রেসের এই কর্মসূচি পড়ে 11তম দিনে ৷ এ দিন যাত্রা শুরু হয় সকাল 6টা 30 মিনিটে ৷ নেতৃত্বে রাহুল গান্ধি ছাড়াও ছিলেন দলের প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা, কে মুরলীধরন, কোডিকুন্নিল সুরেশ, কেসি বেণুগোপাল-সহ অন্যরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.