Cyber Security : অপরাধে কেন ব্যবহার বাড়ছে প্রাইভেট নাম্বারের, ইটিভি ভারতকে জানালেন সাইবার এক্সপার্ট সন্দীপ

author img

By

Published : Nov 22, 2021, 10:35 PM IST

Cyber Security

প্রাইভেট নাম্বারের মাধ্যমে কোনও অপরাধ সংঘটিত হলে পুলিশ কীভাবে তার খোঁজ পাবে ? ইটিভি ভারতকে জানালেন সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত ৷

কলকাতা, 22 অক্টোবর : বর্ডার সিকিউরিটি ফোর্সের (Border Security Force) এক্তিয়ারের বিষয় নিয়ে বিধানসভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) । এর পরেই উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি । ঠিক তার পরেই তাঁর অভিযোগ, ক্রমাগত বেশ কিছু প্রাইভেট নাম্বার (Private Number) থেকে তাঁকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে ৷ তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সেই ফোনগুলি করা হচ্ছে ।

প্রাইভেট নাম্বার ব্যবহার করে কোনও ব্যক্তিকে হুমকি দিলে সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া কতটা কঠিন ? পাশাপাশি প্রশ্ন উঠেছে, প্রাইভেট নাম্বারের মাধ্যমে যদি কোনও অপরাধ সংঘটিত হলে পুলিশ কীভাবে তার খোঁজ পাবে ?

ইটিভি ভারতের মুখোমুখি সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত

এই বিষয়ে ইটিভি ভারতের মুখোমুখি হন সাইবার সিকিউরিটি এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত । তিনি জানান, প্রাইভেট নাম্বার পাওয়ার জন্য বেশ কিছু বিশেষ নিয়মকানুন রয়েছে । এক্ষেত্রে অন্য নাম্বারের মাধ্যমে কোনও ব্যক্তি যদি হুমকি ফোন করে থাকেন তাহলে তাকে খুঁজে পাওয়া যথেষ্ট কঠিন । কিন্তু প্রাইভেট নাম্বার ব্যবহার করে যদি কোনও অপরাধ করে থাকে তাহলে একেবারেই যে পুলিশ কিছু করতে পারে না এমনটাও নয় । তবে গোটা বিষয়টি একটি সময়সাপেক্ষ ব্যাপার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.