COVAXIN Booster against Omicron and Delta : ওমিক্রন, ডেল্টার বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী কোভ্যাক্সিন বুস্টার, দাবি ভারত বায়োটেকের

author img

By

Published : Jan 12, 2022, 8:53 PM IST

COVAXIN Booster against omicron & delta

সংস্থা জানিয়েছে, বুস্টার ডোজ ডেল্টার বিরুদ্ধে 100 শতাংশ কার্যকরী ৷ অন্যদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে 90 শতাংশ কার্যকরী বুস্টার ডোজ (COVAXIN Booster working against omicron and delta) ৷

হায়দরাবাদ, 12 জানুয়ারি : ওমিক্রন এবং ডেল্টা, দু ধরনের কোভিড ভ্যারিয়েন্টকেই রুখে দিতে সক্ষম কোভ্যাক্সিনের বুস্টার ডোজ (COVAXIN Booster working against omicron and delta) ৷ এমনটাই দাবি ভারত বায়োটেকের ৷ সংস্থা জানিয়েছে, বুস্টার ডোজ ডেল্টার বিরুদ্ধে 100 শতাংশ কার্যকরী ৷ অন্যদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে 90 শতাংশ কার্যকরী বুস্টার ডোজ ৷

দেশে হু হু করে বাড়ছে সংক্রমণ ৷ ওমিক্রন ভ্যারিয়েন্টের জেরে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে দ্রুত হারে ৷ এই পরিস্থিতিতে সোমবার থেকে দেশে কোভ্যাক্সিনের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে ৷ ষাটোর্ধ্ব, কো মর্বিডিটি যুক্ত এবং স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কাররা আপাতত বুস্টার ডোজ পাচ্ছেন ৷ অতীতে যাঁরা কোভ্যাক্সিনের ডবল ডোজ পেয়েছেন তাদেরই এই ডোজ দেওয়া হচ্ছে ৷ বলা হচ্ছে, সময়ের সঙ্গে ডবল ভ্যাকসিনের কার্যকারিতা কমে যায় ৷ সেক্ষেত্রে ছয়মাস পর বুস্টার ডোজ দিলে শরীরে নতুন করে অ্যান্টিবডি তৈরি হবে ৷ এতে কোভিডের সঙ্গে লড়াইয়ে সুবিধা হবে ৷ পুনরায় সংক্রমণের ঝুঁকিও কমে যায় ৷

আরও পড়ুন : Third COVID wave in India: তৃতীয় ঢেউ কীসের, ওমিক্রন নাকি ডেল্টা ?

দেশে বুস্টার ডোজ শুরু হওয়ায় তৃতীয়দিনের মাথায় ভারত বায়োটেক জানিয়েছে, এই ডোজ ওমিক্রন এবং ডেল্টা, উভয় ভ্যারিয়েন্টকে আটকে দিতে সক্ষম ৷ টেস্ট সেরামের স্যাম্পেলে দেখা গিয়েছে ডেল্টার বিরুদ্ধে 100 শতাংশ কার্যকরী এটি ৷ আর ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে 90 শতাংশেরও বেশি কার্যকরী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.