Sentence of Imprisonment: তেলাঙ্গানায় নাবালিকার যৌন নির্যাতন মামলায় দোষীকে 20 বছরের কারাদণ্ড

author img

By

Published : Nov 25, 2022, 10:23 AM IST

Convict Sentenced to 20 Years of Imprisonment in Minor Sexual Abuse Case

নাবালিকার যৌন নির্যাতনের মামলায় দোষীকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ তেলাঙ্গানার পকসো আদালতের (20 Years of Imprisonment Under POCSO Act) ৷ 2016 সালের ওই ঘটনায় বৃহস্পতিবার রায় দিয়েছে আদালত ৷

হায়দরাবাদ, 25 নভেম্বর: তেলাঙ্গানার মঞ্চালে নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় দোষীকে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বিশেষ পকসো আদালত (20 Years of Imprisonment Under POCSO Act) ৷ বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে বিশেষ আদালতের বিচারক অভিযুক্ত দুসারি রাজুকে দোষী সাব্যস্ত করেন এবং 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন ৷ প্রসঙ্গত, 2016 সালের 5 ফেব্রুয়ারি দায়ের হওয়া এই মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছে আদালত ৷

5 ফেব্রুয়ারি এক ব্যক্তি মঞ্চাল পুলিশ স্টেশনে দুসারি রাজু নামে এক ব্যক্তির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগে বলা হয়, দুসারি রাজু তাঁর 4 বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করেছেন ৷ অভিযোগে উল্লেখ করা হয়, কয়েকদিন আগে টাকা দেওয়ার নাম করে ওই শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় দুসারি রাজু ৷ সেখানেই শিশুর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ । সেই ঘটনার পর 4 ফেব্রুয়ারি দুসারি রাজু আবারও ওই শিশুটিকে টাকা দেওয়ার নাম করে নিজের কাছে ডাকেন ৷ তখন শিশুটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং মায়ের কাছে পুরো ঘটনা জানায় ৷

আরও পড়ুন: অস্বাভাবিক যৌন সম্পর্কের পর বন্ধুর 1 বছরের ছেলেকে খুন, ফাঁসির সাজা অভিযুক্তকে

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই শিশুর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে 2016 সালের 5 ফেব্রুয়ারি মঞ্চাল থানায় একটি মামলা রুজু করা হয় ৷ মঞ্চাল থানার এক সাব-ইন্সপেক্টর পুরো মামলার তদন্ত করেন এবং তথ্য প্রমাণ জোগাড় করেন ৷ ঘটনায় অভিযুক্ত দুসারি রাজুকে গ্রেফতার করা হয় ৷ পরবর্তী সময়ে তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত ৷ পুলিশ ওই মামলায় চার্জশিট দাখিল করলে শুনানি শুরু হয় ৷ বৃহস্পতিবার মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে এলবি নগর পকসো আদালত ৷ দোষী সাব্যস্তকে 20 বছরের কারাদণ্ডের পাশাপাশি 20 হাজার টাকার জরিমানা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.