Congress hits back BJP: রাহুলের টি-শার্টের পালটা মোদির 10 লক্ষের স্যুট নিয়ে ফের কটাক্ষ কংগ্রেসের

author img

By

Published : Sep 9, 2022, 9:10 PM IST

Congress hits back after BJP points out Rahul Gandhis imported t shirt in Bharat Jodo Yatra

বিজেপির (BJP) অভিযোগ, 41 হাজার টাকার টি-শার্ট পরে ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) অংশ নিয়েছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ এই অভিযোগের পালটা জবাব দিয়েছে কংগ্রেস (Congress) ৷ তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) 10 লক্ষ টাকার স্যুটের প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছে বিজেপিকে ৷

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর : ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) 41 হাজার টাকার টি-শার্ট পরেছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ শুক্রবার এমনই অভিযোগ করে বিজেপি (BJP) ৷ সেই নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে পালটা তোপ দেগেছে কংগ্রেসও (Congress) ৷ তারাও নরেন্দ্র মোদির 10 লক্ষ টাকার পোশাকের প্রসঙ্গ টেনে এনে কটাক্ষ করেছে ৷

এদিন এই নিয়ে টুইট করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ বিজেপির উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘‘ভারত জোড়ো যাত্রায় বিপুল জনসমাগম দেখে কি ভয় পেয়ে গেলেন ? কেন আপনারা মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে প্রশ্ন তুলছেন না ?’’

এর পরই তাঁর সংযোজন, ‘‘আপনারা যদি পোশাক নিয়ে আলোচনা করতে চান, তাহলে মোদিজির 10 লক্ষ টাকার স্যুট ও দেড় লক্ষ টাকার সানগ্লাস নিয়ে আলোচনা করতে হবে ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2015 সালে ভারত সফরে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama) ৷ সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) যে স্যুটটি পরেছিলেন, তার দাম ছিল 10 লক্ষ টাকা ৷

সেই সময় এই নিয়ে ব্যাপক সমালোচনা হয় ৷ মোদি সরকারকে (Modi Government) ‘স্যুট বুটের সরকার’ বলেও কটাক্ষ করে বিরোধীরা ৷ সাত বছর পর সেই বিষয়টিই আলোচনায় ফিরে এল ৷

কারণ, গত বুধবার থেকে শুরু হওয়া কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধি 41 হাজার টাকা দামের টি-শার্ট পরেছিলেন বলে অভিযোগ করেছে বিজেপি ৷ এই নিয়ে শুক্রবার একটি টুইট করা হয়েছে বিজেপির তরফে ৷ যেখানে দু’টি ছবি পাশাপাশি ব্যবহার করা হয়েছে ৷ একটি ছবিতে রাহুল গান্ধিকে ওই টি-শার্টে দেখা যাচ্ছে ৷ আর দ্বিতীয় ছবিতে রয়েছে সংশ্লিষ্ট টি-শার্টের দাম ৷ যে ছবি দিয়ে বিজেপি লিখেছে, ‘ভারত দেখো ৷’ বিজেপির দেওয়া ছবি অনুযায়ী ওই টি-শার্টের দাম 41 হাজার 257 টাকা ৷

আরও পড়ুন : 41 হাজার টাকার টি-শার্ট পরে ভারত জোড়ো যাত্রায় রাহুল, অভিযোগ বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.