CJI DY Chandrachud: শীর্ষ আদালতের বিচারপতিদের কাজের চাপ নিয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি

author img

By

Published : Nov 24, 2022, 4:54 PM IST

CJI D Y Chandrachud expresses concern over extreme workload of Judges of Supreme Court

সুপ্রিম কোর্টের বিচারপতিদের (Judges of Supreme Court) প্রবল চাপের মুখে কাজ করতে হচ্ছে ৷ বৃহস্পতিবার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud) ৷

নয়াদিল্লি, 24 নভেম্বর: সুপ্রিম কোর্টের বিচারপতিরা (Judges of Supreme Court) প্রবল চাপের মুখে দায়িত্ব সামলাচ্ছেন ৷ বৃহস্পতিবার এই মন্তব্য করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud) ৷ সুপ্রিম কোর্টে হাজার হাজার মামলা ঝুলে রয়েছে ৷ সেসবের শুনানি এবং বিচার করতে গিয়ে রীতিমতো চাপের মধ্যে থাকতে হচ্ছে বিচারপতিদের ৷ তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি ৷

এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে বিভিন্ন মামলার শুনানি চলছিল ৷ প্রধান বিচারপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি জেবি পার্দিওয়ালা ৷ সেই সময় কয়েকজন আইনজীবী বিচারপতিদের অনুরোধ করেন, তাঁরা যাতে সংশ্লিষ্ট আইনজীবীদের মামলাগুলি দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দেন ৷ তখনই বিচারপতিদের কাজের চাপ নিয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি ৷

আরও পড়ুন: এবার সুপ্রিম কোর্টের অনলাইন পোর্টালেই করা যাবে আরটিআই

এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, "আগামী সপ্তাহে 13টি বেঞ্চে 525টি মামলা শুনানির জন্য তালিকাভুক্ত হতে চলেছে ৷ এই চাপ মারাত্মক ৷ বিশ্বাস করুন, বিচারপতিরা অত্যন্ত চাপের মধ্যে কাজ করছেন ৷ রোজ প্রত্যেকটি বেঞ্চকে অন্তত 40 থেকে 45টি মামলা শুনতে হয় ৷"

প্রসঙ্গত, অতিরিক্ত মামলার চাপ সামলাতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে আদালতের তরফে ৷ কীভাবে মামলাগুলি শুনানির জন্য তালিকাবদ্ধ করতে হবে, সেই বিষয়ে রেজিস্ট্রি বিভাগকে নির্দিষ্ট নির্দেশ দিয়ে রেখেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ আগামী সপ্তাহ থেকে কর সংক্রান্ত মামলাগুলি শোনার জন্য আলাদা করে বিশেষ বেঞ্চ তৈরি করা হয়েছে ৷ মোটর দুর্ঘটনা, বিশেষ ধরনের কিছু ফৌজদারি অভিযোগ এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার জন্যও একই পদক্ষেপ করা হয়েছে ৷ একইসঙ্গে, মামলার বোঝা কমাতে কীভাবে প্রযুক্তি ব্যবহার করা যায়, তা নিয়েও আলোচনা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.