Edible Oil Price: আরও কমবে ভোজ্য তেলের দাম, পূর্বাভাস কেন্দ্রের

author img

By

Published : Oct 4, 2022, 7:32 AM IST

Central Government predicts edible oil retail prices to come down further

ভোজ্য তেল (Edible Oil)-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর (Essential Commodities) দাম গত কয়েকমাসে অনেকটাই কমেছে ৷ আগামিদিনে আরও কমতে পারে ৷ এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

নয়াদিল্লি, 4 অক্টোবর : গত বছর সেপ্টেম্বরের তুলনায় এই বছর সেপ্টেম্বরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী (Essential Commodities), বিশেষ করে ভোজ্য তেলের (Edible Oil) দাম কম ছিল ৷ এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে খাদ্য, গণবণ্টন ও গ্রাহক বিষয়ক মন্ত্রক ৷ দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারি পদক্ষেপই এর কারণ বলে মনে করা হচ্ছে ৷ আন্তর্জাতিক বাজারে (International Market) দামের প্রেক্ষিতে কেন্দ্রের মত, এই দাম আরও কিছুটা কমবে ৷

অতীতের পরিসংখ্যান বলছে যে প্রতি বছর অগস্ট থেকে ডিসেম্বর উৎসবের মরশুমে ভোজ্য তেলের দাম (Edible Oil Price) বৃদ্ধি হয় ৷ 2019-এ 3 থেকে 8 শতাংশ এবং 2020-তে 7 থেকে 12 শতাংশ দাম বেড়েছিল ভোজ্য তেলের ৷ চলতি বছরে একেবারে উলটো ছবি সামনে এসেছে ৷ এই বছর অগস্টে ভোজ্য তেলের দাম 2 থেকে 9 শতাংশ কমে গিয়েছে ৷

কেন্দ্রীয় সরকারের তরফে ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে ৷ যার ফলে গত দু’মাসে দাম অনেকটাই কমেছে ৷ রিফাইনড সানফ্লাওয়ার ওয়েলের এক লিটারের দাম 187 টাকা থেকে কমে 168 টাকা হয়েছে ৷ এক লিটার রিফাইনড সয়াবিন ওয়েলের দাম আগে ছিল 158 টাকা ৷ 8 টাকা কমে তা হয়েছে দেড়শো টাকা ৷ এক লিটার পামোলিন ওয়েলের দাম 138 টাকা থেকে কমে 121 টাকা হয়েছে ৷

কেন্দ্রীয় সরকারের তরফে এই নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে যে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম টন প্রতি 400 থেকে 500 মার্কিন ডলার কমে গিয়েছে ৷ দামের পতন হয়েছে গত দু’মাসে ৷ তাই কেন্দ্রীয় সরকার মনে করছে যে ভারতে ভোজ্য তেলের দাম আরও কমবে ৷

তাছাড়া কারও যাতে ক্ষতি না হয়, সেই বিষয়ে নজরদারিতে কেন্দ্রীয় সরকারের তরফে একটি কমিটিও তৈরি করা হয়েছে ৷ সেই কারণে দাম অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গিয়েছে বলে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মত ৷

তাছাড়া কেন্দ্রের তরফে জানানো হয়েছে ডাল, পেঁয়াজ, টমোটো, চায়ের দাম গত ন’মাসে বেশ কিছুটা করে কমেছে ৷

আরও পড়ুন : তেলের মূল্যবৃদ্ধি ভারতের শিরদাঁড়া ভেঙে দিচ্ছে: জয়শংকর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.