আদর্শ আচরণবিধি চলাকালীন মধ্যপ্রদেশে বাজেয়াপ্ত 40 কোটিরও বেশি নগদ, কয়েকশো কোটির সোনা-রূপো-মদ-মাদক

আদর্শ আচরণবিধি চলাকালীন মধ্যপ্রদেশে বাজেয়াপ্ত 40 কোটিরও বেশি নগদ, কয়েকশো কোটির সোনা-রূপো-মদ-মাদক
Madhya Pradesh Assembly Election 2023: 17 নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে ৷ 9 অক্টোবর থেকে রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু ছিল ৷ এই সময়ের মধ্য়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নগদ টাকা, সোনা, রূপো, গয়না মিলিয়ে কয়েকশো কোটি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী যৌথ দল ৷
ভোপাল, 18 নভেম্বর: আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগুর পর থেকে 40 কোটির বেশি নগদ, কয়েকশো কোটির মাদক, গয়না, মদ বাজেয়াপ্ত হয়েছে মধ্যপ্রদেশে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, 17 নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ছিল ৷ তাই 9 অক্টোবর থেকে রাজ্যে নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হয় ৷ এরপর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নগদ 40.18 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে ৷ এছাড়া মদ, মাদক, গয়না এবং অন্য জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ তার আর্থিক মূল্য প্রায় 340 কোটি টাকা ৷
শুক্রবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হয় ৷ এখানে আসন সংখ্যা 230টি ৷ 3 ডিসেম্বর ভোটগণনা হবে ৷ প্রায় 76 শতাংশ ভোট পড়েছে ৷ এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুপম রঞ্জন বলেন, "ভোটের দিন ঘোষণার পর 9 অক্টোবর থেকে রাজ্যজুড়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হয় ৷ এর মধ্যে বিভিন্ন তদন্তকারী সংস্থাগুলি সদাসর্বদা তৎপর ছিল ৷" তিনি আরও জানান, বেআইনি মদ, মাদক, নগদ টাকা, বহুমূল্যবান ধাতব পদার্থ, সোনা, রূপো, গয়না এবং অন্য আরও অনেক কিছু বাজেয়াপ্ত করেছে ফ্লাইং সার্ভেলেন্স টিম বা এফএসটি, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম বা এসএসটি এবং পুলিশের যৌথ দল ৷ এসবের মূল্য 339.95 কোটি টাকা ৷
আধিকারিক বলেন, "9 অক্টোবর থেকে 16 নভেম্বর এই যৌথ দলটি নগদ 40.18 কোটি টাকা বাজেয়াপ্ত করে ৷ এছাড়া 34.68 লক্ষ লিটার বেআইনি মদ, যার বাজারমূল্য 65.56 কোটি টাকা, 17.25 কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত হয় ৷ এছাড়া 92.76 কোটি টাকা মূল্যের সোনা, রুপো উদ্ধার হয়েছে ৷ আর 124.18 কোটি টাকার আরও অনেক মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷"
সরকারি সূত্রে খবর, 2018 সালের বিধানসভা নির্বাচনে আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগুর পর থেকে নগদ, সোনা-রূপো, মাদক এবং অন্য সব জিনিস মিলিয়ে মোট 72.93 কোটি টাকার জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল ৷
আরও পড়ুন:
