WHO on Booster dose : বর্তমান টিকাগুলির বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে সেভাবে কার্যকরী নয়, জানাল হু

WHO on Booster dose : বর্তমান টিকাগুলির বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে সেভাবে কার্যকরী নয়, জানাল হু
করোনা ভাইরাসের নতুন প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ে সেভাবে কার্যকরী নয় বর্তমানে ব্যবহার হওয়া করোনার টিকাগুলি (Booster dose of Current Vaccines Less Effective on Omicron) ৷ বিশেষ করে উপসর্গ যুক্ত ওমিক্রন আক্রান্তদের উপর করোনার এই টিকা কার্যকর হচ্ছে না ৷ মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার 18 সদস্যের ভ্যাকসিন টেকনিক্যাল অ্যাডভাইসরি দল এমনই জানিয়েছে (WHO on Booster dose) ৷ এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে ৷
জেনেভা (সুইৎজারল্যান্ড), 12 জানুয়ারি : বর্তমানে করোনার যে টিকা দেওয়া হচ্ছে, তার বুস্টার ডোজ কোভিড-19’কে প্রতিহত করতে সমর্থ নাও হতে পারে ৷ মঙ্গলবার এমনই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO on Booster dose) ৷ যেখানে বলা হয়েছে, বর্তমান কোভিড-19 টিকাগুলিকে ওমিক্রন সহ ভাইরাসের নতুন প্রজাতির বিরুদ্ধে কার্যকরী করতে আরও উন্নত করতে হবে ৷ কোভিড-19’র টিকার কম্পোজিশন বিশ্লেষণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার 18 সদস্যের টেকনিক্যাল অ্যাডভাইসরি দলের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এ কথা জানিয়েছে হু ৷
ওই বিশেষজ্ঞ দলের তরফে বলা হয়েছে, বর্তমান টিকাগুলি করোনার সংক্রমণের জেরে হওয়া গুরুতর ক্ষতি এবং তার জেরে মৃত্যুর হাত থেকে রক্ষা করছে ৷ কিন্তু, ভবিষ্যতে যে টিকা তৈরি করা হবে, সেগুলি যাতে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে পারে সেদিকে নজর দিতে হবে ৷ পাশাপাশি, টিকাকরণের স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিশেষজ্ঞদের দল ৷ বার বার করোনার টিকার বুস্টার ডোজ প্রয়োগ করা কখনই সঠিক এবং দীর্ঘ মেয়াদি সমাধান হতে পারে না বলে জানিয়েছে তারা ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘‘আসল টিকার বুস্টার ডোজ প্রয়োগের মাধ্যমে টিকাকরণ করার পন্থা অবলম্বন করা হচ্ছে তা ঠিক নয় ৷ এমনি দীর্ঘস্থায়ী সমাধানও নয় ৷’’ সেখানে এও উল্লেখ করা হয়েছে যে, প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে ৷ তাতে দেখা যাচ্ছে উপসর্গ যুক্ত করোনা আক্রান্ত মানুষের শরীরে বর্তমান টিকাগুলি তুলনামূলক কম কার্যকরী ৷ বিশেষ করে যারা ওমিক্রনে আক্রান্ত হচ্ছে (Booster dose of Current Vaccines Less Effective on Omicron) ৷ আর করোনার এই প্রজাতি দাবানলের মতো বিশ্বে ছড়িয়ে পড়ছে ৷
হু’র টিকা বিশেষজ্ঞ কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই পরিস্থিতিতে, বর্তমান করোনার টিকার কম্পোজিশনকে আরও উন্নত করতে হবে (Vaccines Need to Upgrade Basis on Variant) ৷ আর তা ভাইরাসের বিবর্তন বা চরিত্র বদলের উপর ভিত্তি করে ৷ আর টিকার সেই মানন্নোয়ন করতে হবে, ভাইরাসের স্ট্রেনের উপর ভিত্তি করে ৷ যা ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে জিনগতভাবে সমতুল্য হতে হবে ৷ পাশাপাশি টিকাগুলি বিস্তৃত, শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হতে হবে, যাতে বুস্টার ডোজের প্রয়োগ কমিয়ে আনা যায় ৷"
