Aryan Khan Cruise Drug Case: আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই, হাইকোর্টের রায়ে অস্বস্তিতে এনসিবি

author img

By

Published : Nov 20, 2021, 7:39 PM IST

Updated : Nov 20, 2021, 8:13 PM IST

Bombay high court clearly stated NCB could not provide any proof against Aryan Khan in drug case

এর আগে, আরিয়ান এবং তাঁর বন্ধুদের জামিনের বিরোধিতায় আদালতে তাঁদের বয়ান জমা দিয়েছিল এনসিবি ৷ অভিযুক্তরা মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন বলে তাতে দাবি করে এনসিবি ৷ কিন্তু আদালতের সাফ যুক্তি, এনসিবি আরিয়ানদের বয়ান বলে যেটিকে চালানোর চেষ্টা করছে, তাতে অনেক ফাঁকফোকর রয়েছে ৷ তাই শুধু তাদের দাবির উপর ভরসা করা অসম্ভব ৷

মুম্বই, 20 নভেম্বর: জামিন মিলেছে আগেই । মাদক-কাণ্ডে আরও স্বস্তি আরিয়ান খানের (Aryan Khan) । কিন্তু অস্বস্তি বাড়ল নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র । কারণ বম্বে হাইকোর্টের সাফ যুক্তি, আরিয়ান এবং তাঁর বন্ধুদের বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্ম বা ষড়যন্ত্রের কোনও প্রমাণ নেই । তাঁদের হোয়াটসঅ্যাপ কথোপকথনেও আপত্তিকর কিছু পাওয়া যায়নি ।

গত 28 অক্টোবর শর্তসাপেক্ষে জামিন পান আরিয়ান এবং তাঁর বন্ধুরা ৷ তাঁদের জামিন মঞ্জুর করেন বিচারপতি নিতিন সাম্বরে ৷ শনিবার তাঁর 14 পাতার রায়ের বিশদ তথ্য প্রকাশ করেছে আদালত ৷ তাতেই আরিয়ানকে কার্যত ক্লিনচিট ধরানো হয়েছে ।

আদালতের নথিতে বলা রয়েছে, ‘জেনেশুনে ওই তিন জন বেআইনি কাজকর্মে লিপ্ত হয়েছিলেন, তার সপক্ষে উপযুক্ত প্রমাণই মেলেনি ৷ আরিয়ান, মুনমুন ধামেচা এবং আরবাজ মার্চেন্ট একই প্রমোদতরীতে ছিলেন, তাই সকলেই ষড়যন্ত্রে যুক্ত, মাদক নেওয়ার জন্যই তাঁরা ওই প্রমোদতরীতে চেপেছিলেন, এমন অভিযোগ আনা যুক্তিহীন ৷’

আরও পড়ুন: Varun Gandhi On Farm Laws Repeal : আরও আগে বোধোদয় হলে 700 জীবন বেঁচে যেত, মোদিকে চিঠি ‘বেসুরো’ বরুণের

এর আগে, আরিয়ান এবং তাঁর বন্ধুদের জামিনের বিরোধিতায় আদালতে তাঁদের বয়ান জমা দিয়েছিল এনসিবি ৷ অভিযুক্তরা মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন বলে তাতে দাবি করে এনসিবি ৷ কিন্তু আদালতের সাফ যুক্তি, এনসিবি আরিয়ানদের বয়ান বলে যেটিকে চালানোর চেষ্টা করছে, তাতে অনেক ফাঁকফোকর রয়েছে ৷ তাই শুধু তাদের দাবির উপর ভরসা করা অসম্ভব ৷

শুধু তাই নয়, আরিয়ানদের বিরুদ্ধে মাদক বিরোধী আইন প্রয়োগ করে এনসিবি জানিয়েছিল, কত পরিমাণ মাদক সঙ্গে রাখা বেআইনি, তা জানতেন অভিযুক্তরা । তা সত্ত্বেও সঙ্গে মাদক রাখতে সম্মত হয়েছিলেন সকলে । একসঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিলেন । কিন্তু এনসিবি-র এই দাবিও খারিজ করে দিয়েছে আদালত ।

অভিযোগ প্রমাণ করতে হলে যে ন্যূনতম থাকা প্রয়োজন, এনসিবি তা আদালতে দেখাতে পারেনি বলে সাফ জানিয়েছেন বিচারপতি সাম্বরে । আরিয়ান খানের কাছ থেকে যেখানে মাদক পাওয়া যায়নি, তিনি মাদক নিয়েছিলেন পরীক্ষায় যখন তা-ও প্রমাণিত হয়নি, মুনমুন এবং আরবাজের কাছ থেকে মাদক উদ্ধার হলেও, তা যে পরিমাণে একেবারেই সামান্য, সে কথাও তুলে ধরেন তিনি ।

আরও পড়ুন: Priyanka Gandhi to Modi : লখিমপুর-কাণ্ডে মন্ত্রীকে বরখাস্ত করার দাবিতে মোদিকে চিঠি প্রিয়াঙ্কার

শুধু তাই নয়, আরিয়ান, মুনমুন এবং আরবাজ, তিন জনেই যেখানে আলাদা আলাদাভাবে যাত্রা করছিলেন, সেখানে একসঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার প্রশ্ন কোথায়, এনসিবি-র উদ্দেশে এমন প্রশ্নও ছুড়ে দেন বিচারপতি । আর তার ভিত্তিতেই আরিয়ানদের জামিন মঞ্জুর করেন তিনি ।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর আরবসাগরের বুকে একটি প্রমোদতরী থেকে আরিয়ান-সহ বেশ কয়েকজনকে মাদক নেওয়া এবং মজুত করে রাখার অভিযোগে আটক করে এনসিবি । তার এক দিন পর তাঁদের গ্রেফতার করা হয় । আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও, দু’বার তাঁর জামিনের আর্জি খারিজ হয় । শেষমেশ জেলে একমাস পূর্ণ হতে কয়েক দিন বাকি থাকতে তাঁদের জামিন মঞ্জুর হয় আদালতে ।

এই গোটা পর্বে এনসিবি-র সঙ্গে সঙ্ঘাতে জড়িয়ে পডে় মহারাষ্ট্র সরকার । অভিনেতা শাহরুখ খানের ছেলে বলেই বিজেপি ঘনিষ্ঠ এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে আরিয়ানকে বলির পাঁঠা করছেন বলে অভিযোগ করে তারা । অন্য দিকে সমীরের বিরুদ্ধেও ভুয়ো পরিচয় দিয়ে চাকরি হাতানো থেকে মোটা টাকা আদায়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠে আসে । যে কারণে আরিয়ান মামলা থেকে সমীরকে সরানো হয় । তাঁর বিরুদ্ধে শুরু হয় তদন্তও । এই মুহূর্তে জামিন পেয়ে জেলের বাইরে আছেন আরিয়ান । প্রতি শুক্রবার এনসিবি-র সামনে হাজিরা দিতে হয় তাঁকে ।

Last Updated :Nov 20, 2021, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.