Uddhav Thackeray : কোভিড প্রোটোকল ভেঙেছেন উদ্ধব ! থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Updated on: Jun 23, 2022, 3:22 PM IST

Uddhav Thackeray : কোভিড প্রোটোকল ভেঙেছেন উদ্ধব ! থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Updated on: Jun 23, 2022, 3:22 PM IST
অভিযোগ, কোভিড রিপোর্ট পজিটিভ আসার পরেও বুধবার নিজের সরকারি আবাস 'বর্ষা' থেকে পৈতৃক বাড়ি 'মাতোশ্রী' যাওয়ার সময় সমর্থকদের সঙ্গে দেখা করেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray), তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন ৷
মুম্বই, 23 জুন : কোভিড প্রোটোকল ভঙ্গের অভিযোগ উঠল শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে (Uddhav Thackeray) ৷ তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের মালাবার হিল থানায় কোভিড নিয়ম না মানার অভিযোগ দায়ের করেছেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সম্পাদক তেজিন্দর পাল সিং বাগ্গা ৷ এই বিজেপি নেতার অভিযোগ, কোভিড আক্রান্ত অবস্থাতেই নিয়ম না মেনে ঘরের বাইরে বেরিয়ে সমর্থকদের সঙ্গে দেখা করেছেন উদ্ধব ৷
এই প্রসঙ্গে সংবাদসংস্থাকে তেজিন্দর পাল সিং বাগ্গা বলেছেন, "কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরেও ঠাকরে বিধি-নিষেধ না মেনে তাঁর সমর্থকদের সঙ্গে দেখা করেছেন, কোভিড নিয়ম লঙ্ঘন করেছেন ।"
আরও পড়ুন : মহা-সঙ্কটের মাঝেই করোনা আক্রান্ত উদ্ধব ঠাকরে
উল্লেখ্য, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক আধিকারিক বুধবারই জানিয়েছিলেন উদ্ধব ঠাকরে করোনা আক্রান্ত ৷ অভিযোগ, এরপরেও বুধবার নিজের সরকারি আবাস 'বর্ষা' থেকে পৈতৃক বাড়ি 'মাতোশ্রী' যাওয়ার সময় সমর্থকদের সঙ্গে দেখা করেন উদ্ধব, তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন ৷
