BJP slams Rahul Gandhi: রাহুল গান্ধির মন্তব্য গণতন্ত্রের ব্যারোমিটার নয় ! তোপ বিজেপি'র

author img

By

Published : Mar 16, 2023, 6:34 PM IST

BJP slams Rahul Gandhi for his recent Lecture in Cambridge University

রাহুল গান্ধির সমালোচনায় সরব হল বিজেপি (BJP slams Rahul Gandhi) ৷ লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুলের ভাষণের জন্য তাঁকে কটাক্ষ করলেন বিজেপি নেতা রবি শংকর প্রসাদ (Ravi Shankar Prasad) ৷

নয়াদিল্লি, 16 মার্চ: বৃহস্পতিবার লাগাতার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে নিশানা করল বিজেপি (BJP slams Rahul Gandhi) ৷ লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধি দাবি করেছিলেন, ভারতে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করে সরকার পক্ষ ৷ রাহুলের বার্তা ছিল, তাঁকে সংসদে বলার অনুমতি দেওয়া বা না দেওয়া আদতে গণতন্ত্রের পরীক্ষা ৷ বিদেশের মাটিতে রাহুলের এই মন্তব্যের জন্য তাঁর কড়া সমালোচনা করেছে গেরুয়াশিবির ৷ তাদের বক্তব্য, রাহুল গান্ধি কোনও মন্তব্যই গণতন্ত্রের সাফল্য বা ব্যর্থতা বিচার করার মাপদণ্ড বা 'ব্যারোমিটার' হতে পারে না ৷

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবি শংকর প্রসাদের (Ravi Shankar Prasad) অভিযোগ, বিদেশের মাটিতে ভারতের অসম্মান করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন রাহুল ! এদিন একটি সাংবাদিক সম্মেলন করেন রবি শংকর ৷ সেখানে তিনি দাবি করেন, বিদেশে গিয়ে ভারতের গণতন্ত্রের বিরুদ্ধে মন্তব্য করতেও পিছপা হননি রাহুল গান্ধি ৷ এমনকী, তিনি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা ও ইউরোপের হস্তক্ষেপও অস্বীকার করেননি !

রবি শংকর জানিয়েছেন, তাঁদের কাছে রাহুল গান্ধির সংশ্লিষ্ট ভাষণের ভিডিয়ো রয়েছে ৷ তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ভারতে 'গণতন্ত্রের মান' পড়ে যাচ্ছে ! এমনকী এই বিষয়টি বিদেশি শক্তিগুলিকে 'লক্ষ্য' করারও বার্তা দিয়েছেন তিনি ! রবি শংকরের সাফ কথা, যতক্ষণ পর্যন্ত রাহুল গান্ধি তাঁর এই মন্তব্যের জন্য ক্ষমা না চাইছেন, ততক্ষণ তাঁর বিরুদ্ধে প্রচার চালিয়ে যাবে বিজেপি ৷

আরও পড়ুন: আদানি কাণ্ডে এখনও ভীত কেন্দ্র, মনে হয় না সংসদে আমাকে বলতে দেওয়া হবে; তোপ রাহুলের

এই প্রসঙ্গে রাহুল গান্ধিকে দু'টি তথ্য পুনরায় মনে করিয়ে দেন রবি শংকর প্রসাদ ৷ তিনি বলেন, যে গণতন্ত্রের মান নিয়ে রাহুল গান্ধি প্রশ্ন তুলেছেন, সেই গণতন্ত্রই তাঁকে ওয়েনাড থেকে ভোটে জিতিয়ে সাংসদ নির্বাচিত করেছে ৷ সেই একই গণতন্ত্রের উপর ভর করে হিমাচলপ্রদেশে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস ৷ বিজেপি নেতার আরও অভিযোগ, একের পর এক নির্বাচনে হেরেই বিদেশের মাটিতে এমন সব মন্তব্য করেছেন রাহুল ৷ সম্প্রতি উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্যে হেরেছে কংগ্রেস ৷ সেই কারণেই রাহুলের এমন আচরণ বলে কটাক্ষ করেছেন রবিশংকর প্রসাদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.