Nitish Kumar on BJP: বিরোধীরা এক হলে লোকসভায় 50টির বেশি আসন পাবে না বিজেপি, দাবি নীতীশের

author img

By

Published : Sep 4, 2022, 11:19 AM IST

BJP Can be Reduced to 50 Seats in 2024 Lok Sabha Poll Says Nitish Kumar

বিজেপি 2024 সালের লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Poll) মাত্র 50টি আসন পাবে (BJP Can be Reduced to 50 Seats) ৷ তবে, তার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলিকে এতজোট হতে হবে ৷ এমনটাই দাবি করেছেন বিহারের মুখ্যমন্ত্রী (Nitish Kumar) ৷

পাটনা, 4 সেপ্টেম্বর: 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা পঞ্চাশটিতে নেমে আসতে পারে (BJP Can be Reduced to 50 Seats) ৷ এমনটাই দাবি করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ৷ পাটনায় জেডিইউ’র জাতীয় কর্মসমিতির বৈঠকে একথা বলেন মুখ্যমন্ত্রী ৷ তবে এর জন্য বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হতে হবে বলে মনে করেন তিনি ৷ পাশাপাশি বৈঠক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কড়া ভাষায় আক্রমণ করেন নীতীশ ৷ তাঁর অভিযোগ, দশেরার সময় বিহারে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

নীতীশ দাবি করেছেন, 2024 লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Poll) বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করার কাজ শুরু করেছেন তিনি ৷ এর জন্য সব রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলছে । এই প্রসঙ্গে তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর নামও উল্লেখ করেন নীতীশ কুমার ৷

তাঁর কথায়, ‘‘দেশের সব বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক করতে আমরা কাজ করছি ৷ আমরা কয়েকদিন আগেই তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর সঙ্গে কথা বলেছি ৷ সেই সঙ্গে বাকি বিরোধী রাজনৈতিক দলগুলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ যদি, বিরোধী দলগুলি বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়াই করেন, তবে, 2024 সালে তাদের আসন সংখ্যা 50 এ নেমে আসবে ৷’’

আরও পড়ুন: মণিপুরের মতো বিহারও হবে জেডিইউ মুক্ত, দাবি বিজেপির সুশীল মোদির

নীতীশ কুমার জানিয়েছেন, তিনি খুব দ্রুত দিল্লি যাবেন বিরোধী রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে ৷ তাঁর কথায়, খুব শীঘ্রই দেশের সব বিরোধী দলগুলিকে এক করতে তিনি প্রচারের কাজ শুরু করবেন ৷ আর বিজেপি বিরোধী এই কর্মসূচি নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া আক্রমণ করেন নীতীশ ৷ তাঁর অভিযোগ, বিহারের সাম্প্রদায়িক শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করছেন শাহ ৷

বিহারের মুখ্যমন্ত্রীর আরও দাবি, ‘‘অমিত শাহ দশেরার সময় সীমাঞ্চল এলাকায় আসছেন ৷ এর কারণ কী ? তিনি বিহারের সম্প্রীতি বিঘ্নিত করে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করতে চাইছেন ৷’’ আর এ প্রসঙ্গে নীতীশ জেডিইউ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘আমি জেডিইউ’র সকল সদস্যকে আগামী 2 বছর সতর্ক থাকার জন্য বলছি ৷ ওরা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে ৷’’ তবে, ঠিক কী ধরনের চক্রান্ত তা খোলসা করেননি নীতীশ ৷ সেটি দলের নেতাদেরই খুঁজে নিতে বলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.