Bihar Shocker: বিয়ে করতে বলায় গভবর্তী নাবালিকাকে জ্যান্ত পুড়িয়ে মারল প্রেমিক

author img

By

Published : Mar 18, 2023, 8:43 AM IST

Etv Bharat

ভয়াবহ ঘটনা বিহারে। গভবর্তী নাবালিকাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে । ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত (The accused is on the run)

নওদা (বিহার): বর্বরোচিত ঘটনার সাক্ষী বিহার। সন্তানসম্ভবা হয়ে পড়ায় প্রেমিককে বিয়ে করতে বলায় নওদা জেলার রাজৌলিতে নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে মারা হল বলে অভিযোগ (Shocking incident in Bihar)। শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারের সদস্যদের আটকে রাখার অভিযোগও উঠেছে। সেখান থেকে পালিয়ে শেষমেশ পুলিশে অভিযোগ দায়ের করল পরিবার। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

স্থানীয়দের দাবি, দিন চারেক আগে নাবালিকাকে নৃশংসভাবে খুন করার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক । এরপর তার পরিচিতরা ওই নাবালিকার পরিবারের সদস্যদের গৃহবন্দি করে রাখে। কিন্তু শুক্রবার কোনওভাবে সেখানে থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। স্থানীয় থানার প্রধান আধিকারিক দরবারি চৌধুরি জানিয়েছেন, "ওই নাবালিকার বাবা লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।"

সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই এই দু'জনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে । তবে পরিবারের সদস্যরা প্রথমে কিছু জানতে পারেননি। নাবালিকা গভবর্তী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপরই প্রেমিকের কাছে বিয়ের জন্য চাপ দিতে থাকে নাবালিকা । প্রেমিকের পরিবারের সদস্যদেরও রাজি করাতে বলে। কিন্তু প্রেমিক আপত্তি করে।

এ নিয়ে গত কয়েকদিন ধরেই দু'পক্ষের মধ্যে অশান্তি চলছিল। দিন চারেক আগে তা চরম আকার নেয়। তদন্তকারীদের অনুমান, রাগের বশে নাবালিকাকে জ্যান্ত পুড়িয়ে মারে প্রেমিক। তারপরই এলাকা ছেড়ে পালিয়ে যায়। আপাতত তার খোঁজ শুরু হয়েছে। পরিবার থেকে শুরু করে পরিচিতদের সঙ্গে কথা বলছে পুলিশ। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে জোর করে আটকে রাখার ঘটনা নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । তদন্ত শুরু করে পুলিশের হাতে কয়েকটি সূত্র এসেছে। অভিযুক্ত যুবক কোথায় কোথায় যেতে পারে তার একটি প্রাথমিক তালিকা তৈরি করেছেন তদন্তকারীরা । সেই সমস্ত জায়গায় খুঁজে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দুর্নীতি প্রমাণিত হলে আদানিও ছাড় পাবেন না, দাবি শাহের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.