বিহার নির্বাচন : সন্ধে 6 টা পর্যন্ত ভোট পড়েছে 56.12 শতাংশ

author img

By

Published : Nov 7, 2020, 7:09 AM IST

Updated : Nov 7, 2020, 6:46 PM IST

ছবি

18:44 November 07

আজ বিহারে বিধানসভা নির্বাচনের শেষ দফা ৷ রাজ্যের 15 জেলার 78 টি আসনে ভোটাররা মতদান করছেন ৷ তৃতীয় দফায় 1 হাজার 204 জন প্রার্থী ভোটের ময়দানে নেমেছেন ।

  • সন্ধে 6 টা পর্যন্ত ভোট পড়েছে 56.12 শতাংশ ।

17:47 November 07

  • বিহারে বিকেল 5 টা পর্যন্ত ভোট পড়েছে 54.06 শতাংশ ।

15:31 November 07

  • দুপুর 3 টে পর্যন্ত 45.85 শতাংশ ভোট পড়েছে বিহারে ।

15:13 November 07

  • সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সবথেকে বেশি ভোট পড়েছে মুজফফরপুরে । 40.15 শতাংশ ভোট পড়েছে সেখানে ।

13:36 November 07

দুপুর 1টা পর্যন্ত 34.82 শতাংশ ভোট পড়েছে ৷

13:07 November 07

বিহারে ভোট চালাকালীন উত্তেজনা ৷ পূর্ণিয়াতে শূন্যে গুলি ৷ কাঠিহারে লাঠিচার্জ করা হয়েছে ৷

11:30 November 07

সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে  19.74 শতাংশ

11:06 November 07

সকাল 9টা অবধি ভোট পড়েছে 7.69 শতাংশ ৷

10:55 November 07

সকাল 9টা অবধি আরারিয়া জেলায় ভোট পড়েছে 10.67 শতাংশ ৷

10:49 November 07

মধেপুরায় ভোট দিলেন লোকতান্ত্রিক জনতা দল (LJD) এর চিফ শারদ যাদবের মেয়ে শুভাষিনী রাজ রাও ৷ তিনি বিহারীগঞ্জ থেকে কংগ্রেসের টিকিটে লড়ছেন ৷

09:41 November 07

বিহার বিধানসভার তৃতীয় তথা চূড়ান্ত দফার ভোটদান নিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, " আজ বিহারে তৃতীয় তথার চূড়ান্ত দফার ভোটদান ৷ আমি অনুরোধ করছি সব ভোটদাতাদের যাতে তাঁরা প্রত্যেকে গণতন্ত্রের এই পবিত্র উৎসবে সামিল হয়ে নতুন রেকর্ড গড়ে তোলেন ৷ তবে , মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলাও কাম্য ৷"

08:12 November 07

পাসওয়ানের বক্তব্য

তৃতীয় দফার নির্বাচনই নিশ্চিত করবে নীতীশ কুমার আর কোনওদিন মুখ্যমন্ত্রী হবেন না : চিরাগ পাসওয়ান

07:59 November 07

সকাল 8টা পর্যন্ত 3.9 শতাংশ ভোট পড়েছে ৷

07:38 November 07

সকাল 7টা থেকে 33 হাজার 782 ভোটকেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ বসানো হয়েছে EVM মেশিন ও VVPAT ৷ মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনী ৷

07:27 November 07

 তৃতীয় দফার বিধানসভা ভোটের পাশাপাশি পশ্চিম চম্পারণে চলছে লোকসভা নির্বাচনও ৷ সেখানে JD(U) সাংসদ বৈদ্যনাথ মাহাত মারা যাওয়ায় উপনির্বাচন চলেছে ৷ 

06:43 November 07

বিহার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরু হয়েছে ৷

Last Updated :Nov 7, 2020, 6:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.