Bengaluru Hit and Drag Case: যুবককে গাড়ির বনেটে করে 1 কিমি টেনে নিয়ে গেলেন মহিলা, ভিডিয়ো ভাইরাল
Updated on: Jan 21, 2023, 4:50 PM IST

Bengaluru Hit and Drag Case: যুবককে গাড়ির বনেটে করে 1 কিমি টেনে নিয়ে গেলেন মহিলা, ভিডিয়ো ভাইরাল
Updated on: Jan 21, 2023, 4:50 PM IST
দুটি গাড়ির মধ্যে দুর্ঘটনার পর দুই চালকের মধ্যে বাগ-বিতণ্ডা বাঁধে (Woman drags man on car bonnet for 1 km)৷ তখনই এক মহিলা চালক অপর গাড়ির চালককে তাঁর গাড়ির বনেটে করে প্রায় এক কিলোমিটার পথ টেনে নিয়ে যান বলে অভিযোগ (Bengaluru Hit and Drag Case)৷
বেঙ্গালুরু, 20 জানুয়ারি: শুক্রবার বেঙ্গালুরুর (Bengaluru Hit and Drag Case) সড়কে ঘটল আরও এক মারাত্মক ঘটনা । প্রথমে দুটি গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনার পর দুই গাড়ির চালক বাকবিতণ্ডায় জড়ান ৷ তখনই একটি গাড়ির মহিলা চালক অপর গাড়ির চালককে তাঁর গাড়ির বনেটে করে প্রায় এক কিলোমিটার পথ টেনে নিয়ে যান বলে অভিযোগ । জ্ঞান ভারতী থানা এলাকায় ঘটনাটি ঘটেছে । এই ঘটনায় পুলিশ দুই গাড়ির চালক-সহ পাঁচজনকে আটক করেছে (Woman drags man on car bonnet for 1 km)।
পুলিশ জানিয়েছে, জ্ঞান ভারতী নগর এলাকায় একটি টাটা নিক্সন এবং একটি মারুতি সুইফট একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে । টাটা নিক্সনটি চালাচ্ছিলেন প্রিয়াঙ্কা নামে এক মহিলা । দর্শন নামে এক ব্যক্তি সুইফটটি চালাচ্ছিলেন । দুটি গাড়ির সংঘর্ষের পরে এই দুজনের মধ্যে তর্ক-বিতর্ক বাঁধে ৷ দর্শন তাঁর গাড়ি থামাতে গেলে প্রিয়াঙ্কা তাঁর গাড়ি স্টার্ট দিয়ে দেন । দর্শন গাড়ির বনেটের উপর ঝাঁপ দেন এবং প্রিয়াঙ্কা প্রায় এক কিলোমিটার ওই অবস্থায় গাড়ি চালিয়ে টেনে নিয়ে যান দর্শনকে । প্রিয়াঙ্কা গাড়ি থামানোর পর দর্শন ও তাঁর বন্ধুরা প্রিয়াঙ্কার গাড়ির যন্ত্রাংশ ভেঙে দেন বলে অভিযোগ । এই ঘটনায় দর্শনের কোনও আঘাত লাগেনি ৷
হত্যার চেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগে দর্শন, প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী এবং আরও একজনের বিরুদ্ধে মামলা করেছে । অভিযুক্ত মহিলার স্বামী প্রমোদও দর্শন ও তাঁর তিন বন্ধুর বিরুদ্ধে তাঁকে মারধর ও তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এনে পালটা অভিযোগ দায়ের করেছেন ৷ এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ । ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
এ ঘটনায় জ্ঞানভারতী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে । ওই ব্যক্তিকে বনেটের উপর টেনে নিয়ে যাওয়ার অভিযোগে গাড়ির মহিলা চালক প্রিয়াঙ্কাকে গ্রেফতার করা হয়েছে । এছাড়াও, প্রিয়াঙ্কার স্বামী প্রমোদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দর্শন নামে সুইফট গাড়ির চালক এবং তাঁর বন্ধু সুজন, যশবন্ত এবং বিনয়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । এই ঘটনায় প্রিয়াঙ্কার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
আরও পড়ুন: গাড়ি থামানোর চেষ্টা, বনেটে ট্র্যাফিক পুলিশকর্মীকে টেনে নিয়ে গেল চালক
এ প্রসঙ্গে শহরের পশ্চিম বিভাগের ডিসিপি লক্ষ্মণ নিম্বারগী জানান, 'ঘটনাটি আজ সকাল 10.30টায় উল্লালার কাছে ঘটেছে । টাটা নিক্সন ও সুইফট গাড়ির চালকদের মধ্যে বাকবিতণ্ডা হয় । সুইফট গাড়িতে থাকা চালক চিৎকার করে ওঠেন । দর্শন ও তাঁর বন্ধুরা উল্লালার কাছে ম্যাঙ্গালুরু কলেজের কাছে নিক্সন গাড়িটি আটকান । এরপর দর্শন তাঁর বন্ধুদের ফোন করেন । পুলিশকেও খবর দেন । সেই সময় ওই নারী বেপরোয়াভাবে গাড়ি চালান । এ ছাড়া দর্শন ও তাঁর বন্ধুরা গাড়িতে হামলা চালায় বলে জানা গিয়েছে । এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে গাড়ির চালক প্রিয়াঙ্কাকে গ্রেফতার করা হয়েছে । প্রিয়াঙ্কাকে লাঞ্ছিত করার অভিযোগে দর্শন ও তাঁর বন্ধুদের গ্রেফতার করা হয়েছে ৷
একই রকম একটি ঘটনায় বেঙ্গালুরুতে একজন 71 বছর বয়সি বৃদ্ধকে একটি স্কুটারে করে টেনে নিয়ে যাওয়া হয়েছিল ৷ তাঁর নাম মুথাপ্পা ৷ তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে । স্কুটার আরোহী একটি চার চাকার গাড়িকে ধাক্কা দেয় এবং জিজ্ঞাসাবাদ করা হলে স্কুটার আরোহী পালানোর চেষ্টা করে এবং চার চাকার চালক স্কুটারটিকে ধরে ফেলেন ।
ভিডিয়োতে দেখা গিয়েছে, অভিযুক্ত স্কুটার আরোহী থামেননি এবং চার চাকার চালককে ওই স্কুটার আরোহী অনেকটা রাস্তা স্কুটারের পেছনে টেনে নিয়ে যান ৷ ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হয়ে অভিযুক্ত স্কুটার আরোহীকে আটক করে ৷
