Bank Holiday: শুরু উৎসবের মরশুম, অক্টোবরে 21 দিন ব্যাংক বন্ধ

author img

By

Published : Sep 26, 2022, 11:24 AM IST

Bank Holiday

2022 সালের অক্টোবরে ব্যাংক ছুটির কারণে কয়েকদিন ব্যাংকগুলিতে ছুটি থাকবে । কারণ শুরুতে টানা 9 দিন ব্যাংকে ছুটি থাকবে এবং পুরো অক্টোবরে 21 দিন ব্যাংকগুলি বন্ধ থাকবে (Bank Holiday) ।

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: সেপ্টেম্বর মাস শেষ হতে আর মাত্র 4 দিন বাকি । অক্টোবর মাস সঙ্গে নিয়ে আসছে অনেক ছুটি । এই মাসে নবরাত্রি (Navratri), দশেরা (Dussehra) থেকে দীপাবলি (Deepawali) পর্যন্ত অনেক উৎসব রয়েছে । এমন পরিস্থিতিতে ছুটির দিন হতে বাধ্য । 2022 সালের অক্টোবরে ব্যাংক ছুটির কারণে, কয়েকদিন ব্যাংকগুলিতে ছুটি থাকবে (Bank Holiday) । আপনি যদি আগামী মাসে ব্যাংক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে চান, তাহলে এই খবরটি একবার পড়ুন । কারণ শুরুতে টানা 9 দিন ব্যাংকে ছুটি থাকবে এবং পুরো অক্টোবরে 21 দিন ব্যাংকগুলি বন্ধ থাকবে ।

আরও পড়ুন: ব্যাংকের বেসরকারিকরণ রুখতে কৃষক আন্দোলনের ধাঁচে প্রতিরোধের ভাবনা

অক্টোবর মাস উৎসবমুখর ৷ প্রতিবার অক্টোবর মাস তার সঙ্গে উৎসবের ঝড় বয়ে আনে । 2022 সালের অক্টোবরে, প্রচুর ব্যাংক হলিডেও (Bank Holiday) থাকছে । যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) অক্টোবরের ছুটির ক্যালেন্ডারের দিকে তাকানো যায় তবে এই মাসে দুর্গাপুজা (Durga Puja), দশেরা (Dussehra), দীপাবলি (Diwali), ঈদ (Eid)-সহ অনেক অনুষ্ঠানে ব্যাংকগুলি বন্ধ থাকবে । গান্ধি জয়ন্তীর (Gandhi Jayanti) দিনে ব্যাংকগুলি কাজ করবে না এবং এই দিনে রবিবারও সাপ্তাহিক ছুটি । এমন পরিস্থিতিতে, আগামী মাসে ব্যাংক সংক্রান্ত কাজ সেরে বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যাংক হলিডে লিস্ট দেখে নেওয়া আপনার জন্য উপকারী হবে ।

আরও পড়ুন: বেসরকারিকরণ রুখতে রাজনৈতিক দলগুলিকে সক্রিয় হওয়ার আবেদন ব্যাঙ্ক আধিকারিকদের

যদিও অনলাইন ব্যাংকিং (Online Banking) সেবা চালু থাকবে, এছাড়া ব্যাংকগুলোর অনলাইন সেবা সব দিনই চালু থাকবে । ছুটির দিনেও এই সুবিধা নিতে পারেন । ব্যাংকিং ছুটির দিনগুলি বিভিন্ন রাজ্যে সংঘটিত অন্যান্য ইভেন্টের উপরও নির্ভর করে । উৎসবের মরসুমে ব্যাংকের শাখা বন্ধ থাকলেও এই সময়ে অনলাইন মোডে আপনার ব্যাংকিং সংক্রান্ত কাজ সম্পন্ন করে নিতে হবে । অনলাইন ব্যাংকিং সেবা সব দিন পাওয়া যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.