Badrinath Dham Opens : আজ ভোরে খুলল উত্তরাখণ্ডের চামোলিতে বদ্রীনাথের দরজা

author img

By

Published : May 8, 2022, 11:28 AM IST

Badrinath Dham in Chamoli

গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথের দরজা খুলে দেওয়া হয়েছে ৷ আজ, রবিবার থেকে বদ্রীনাথে দেবতার দর্শন পাবেন ভক্ত দর্শনার্থীরা ৷ পুরো মন্দির ফুল দিয়ে সাজানো হয়েছে (Badrinath Dham Opens) ৷ বিষ্ণু দেবতার আরাধনা হয় চারধামের এই মন্দিরে ৷

বদ্রীনাথ, 8 মে : খুলল বদ্রীনাথের দরজা ৷ চারধাম তীর্থক্ষেত্রের অন্যতম উত্তরাখণ্ডের বদ্রীনাথ ৷ আজ ভোর 6.15 মিনিট নাগাদ বৈদিক মন্ত্রোচ্চারণ এবং প্রচলিত রীতি মেনে মন্দিরের কপাট উন্মুক্ত করে দেওয়া হয় ভক্তদের জন্য ৷ এর আগে অক্ষয় তৃতীয়ার দিন 3 মে, গঙ্গোত্রী ও যমুনোত্রীর এবং 6 মে কেদারনাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ৷ বাকি ছিল বদ্রীনাথ (Badrinath Temple in Uttarakhand opens for devotees on 8 May) ৷

গাড়ওয়ালের পার্বত্য অঞ্চলে চামোলি জেলায় অলকানন্দা নদীর ধারে অবস্থিত এই মন্দির ৷ এখানে বিষ্ণু দেবতার পুজো করা হয় ৷ দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও হাজার হাজার ভক্ত এসে অপেক্ষা করছিলেন, কখন মন্দিরের দরজা খোলা হবে ৷ মন্দিরের প্রধান পুরোহিত ঈশ্বরী প্রসাদ নাম্বুদিরি আচার অনুষ্ঠান পালন করেন এবং দেবতার উদ্দেশ্যে বেদ পাঠ করেন ৷ পুরো মন্দির ফুল দিয়ে সাজানো হয়েছে ৷

  • #WATCH | Uttarakhand: The doors of Badrinath Dham opened for devotees with rituals and chanting and the tunes of army band with a large number of devotees present in Badrinath Dham. pic.twitter.com/LiCTexcbJu

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Kedarnath-Yamunotri : ঠান্ডার আমেজ আসতেই বন্ধ হল কেদারনাথ ও যমুনোত্রী মন্দির দর্শন

প্রতি বছর 6 মাসের জন্য এই চারধাম খোলা হয় ৷ সাধারণত এপ্রিলের শেষ থেকে নভেম্বরের প্রথম দিকে ভক্তরা এখানে এসে দেবতাদের দর্শন, পুজো করতে পারেন ৷ বার্ষিক চারধাম যাত্রা শুরু হয়েছে 3 মে ৷ কোভিডের জন্য গত দু'বছর মন্দির খোলার সময় পিছিয়ে গিয়েছিল ৷ এবার কোনও রকম কোভিড বিধিনিষেধ থাকছে না ৷ এমনকি কোভিড-19 নেগেটিভ রিপোর্ট বা ভ্যাকসিনেশন সার্টিফিকেটও প্রয়োজন নেই ৷

এ মাসের শুরুতে সরকার জানিয়ে দিয়েছে বদ্রীনাথে প্রতিদিন 15 হাজার, কেদারনাথে 12 হাজার, গঙ্গোত্রীতে 7 হাজার এবং যমুনোত্রীতে 4 হাজার তীর্থযাত্রীকে ঢুকতে দেওয়া হবে ৷ 45 দিন ধরে এই ব্যবস্থা কার্যকর থাকবে ৷ লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর চারধাম দর্শনে আসেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.