Gehlot Meets Sonia: শশীর সঙ্গে টক্কর ! কংগ্রেস সভাপতির পদ নিশ্চিত করতেই সোনিয়ার সাক্ষাতে গেহলত ?

author img

By

Published : Sep 21, 2022, 5:45 PM IST

Ashok Gehlot meets Sonia Gandhi after hinting he could enter Cong presidential poll fray

কংগ্রেসের সভাপতি নির্বাচনে লড়ার ইঙ্গিত দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোনিয়া গান্ধির (Gehlot Meets Sonia) সঙ্গে দেখা করলেন অশোক গেহলত (Ashok Gehlot)৷

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: কংগ্রেসের সভাপতি নির্বাচনে (Congress president polls) তিনি লড়তে পারেন ৷ এই ইঙ্গিত দেওয়ার পরপরই দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত (Gehlot Meets Sonia)৷ তাঁর আর সোনিয়ার মধ্যে আলোচনার বিষয়বস্তু কংগ্রেসের সভাপতি নির্বাচনই ছিল বলে সূত্রের তরফে জানা গিয়েছে ৷

সোনিয়া গান্ধির সঙ্গে তাঁর 10 জনপথের বাড়িতে দেখা করেন অশোক গেহলত (Gehlot vs Tharoor in Congress president polls)৷ আজই দিনের শেষে তিনি মুম্বই উড়ে যাবেন বলে মনে করা হচ্ছে ৷ দলের সর্বময় কর্তা হওয়ার লক্ষ্য নিয়ে রাহুল গান্ধিকে রাজি করানোর চেষ্টায় বৃহস্পতিবার তিনি কোচিতে যাবেন বলে মনে করা হচ্ছে ৷ জয়পুর থেকে নয়াদিল্লিতে অবতরণের পরই গেহলত স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচনের দৌড়ে থাকছেন ৷ বলেছিলেন, দল চাইলে তিনি মনোনয়ন পত্র জমা দেবেন এবং যে কোনও দায়িত্ব তাঁকে দেওয়া হলে তা তিনি মাথায় তুলে নেবেন ৷ তবে ওই পদে বসার জন্য তিনি রাহুল গান্ধিকে শেষবার রাজি করানোর চেষ্টা করবেন বলেও জানিয়েছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী (Gehlot vs Tharoor)৷

তাঁর কথায় কংগ্রেস যাতে শক্তিশালী হয়, এমন সিদ্ধান্তই তিনি নেবেন ৷ গেহলত বলেন, "দল ও হাইকম্যান্ড আমাকে সবকিছু দিয়েছে ৷ 40-50 বছর ধরে আমি নানা পদে রয়েছি ৷ আমার জন্য কোনও পদই গুরুত্বপূর্ণ নয় ৷ আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, সেটাই আমি পালন করব ৷"

আরও পড়ুন: 22 বছর পর ফের কি কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনী লড়াই দেখা যাবে !

এ দিকে, কংগ্রেস সভাপতি নির্বাচনের দৌড়ে থাকা অপর দাবিদার সাংসদ শশী থারুরের (Shashi Tharoor) সঙ্গে গেহলতের তুলনা শুরু হয়ে গিয়েছে দলের অন্দরে ৷ প্রায় পাঁচ দশক ধরে দলে রয়েছেন গেহলত ৷ সংগঠন ও নির্বাচনের ক্ষেত্রে তাঁর বিরাট অভিজ্ঞতা রয়েছে ৷ গান্ধি ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত এই নেতা জননেতা হিসেবে পরিচিত ৷ উলটো দিকে থারুর কংগ্রেস যোগ দিয়েছেন 2009 সালে ৷ তিনি জননেতা নন ৷ সংগঠন ও নির্বাচন সামলানোর কোনও অভিজ্ঞতা তাঁর নেই ৷ আর তিনি গান্ধি পরিবারের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত নন ৷ গান্ধি পরিবারের সমর্থন নিয়ে লড়াইয়ে নামবেন গেহলত, যেখানে শশী নিজেই এই দৌড়ে লড়াইয়ে নেমেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.