Chittoor Factory Fire: কাগজের প্লেট তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে মৃত 3

author img

By

Published : Sep 21, 2022, 12:28 PM IST

Andhra Pradesh: 3 charred to death in fire at factory in Chittoor

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh Fire) চিত্তুরে কাগজের প্লেট তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লেগে পুড়ে মৃত্যু হল 3 জনের (Chittoor Factory Fire)৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

চিত্তুর, 21 সেপ্টেম্বর: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh Fire) একটি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল (Chittoor Factory Fire)৷ চিত্তুরে কাগজের প্লেট তৈরির ওই কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিনজনের ৷ বুধবার ভোররাতে ঘটে এই ঘটনা ৷

রঙ্গচারি স্ট্রিটে রয়েছে কাগজের প্লেট তৈরির কারখানা ৷ সেখানেই বুধবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বাহিনী ৷ দমকলের দুটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে ৷ তবে রক্ষা করা যায়নি কারখানার ভেতরে থাকা তিনজনকে ৷ আগুনে পুড়ে মৃত্যু হয় কারখানার মালিক 65 বছরের ভাস্কর, তাঁর 35 বছরের ছেলে দিল্লি বাবু ও 25 বছরের অপর এক যুবক বালাজির ৷

আরও পড়ুন: ক্যামাক স্ট্রিটের পানশালায় অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় ৷ তবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে সন্দেহ পুলিশের ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা চালানো হচ্ছে ৷ কারখানার মালিকের ছেলে দিল্লি বাবু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন ৷ বাবাকে সাহায্য করার জন্য কারখানায় উপস্থিত ছিলেন তিনি ৷ আর ঠিক সেই সময়ই ঘটে যায় মর্মান্তিক অগ্নিকাণ্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.