Adhir Chowdhuri attacks TMC : বাংলাকে লুটে দিল্লিতে রাজনৈতিক ব্যবসা করছে তৃণমূল, কটাক্ষ অধীরের

author img

By

Published : Nov 23, 2021, 10:35 PM IST

adhir chowdhuri attacks mamata banerjee tmc new joining issue

নয়াদিল্লিতে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন সেখানে তিনজন তৃণমূলে যোগ দেন ৷ এই নিয়ে কংগ্রেসের অধীর চৌধুরী কটাক্ষ করেছেন ৷

নয়াদিল্লি, 23 নভেম্বর : কংগ্রেস ছেড়ে দু’জন রাজনৈতিক নেতা যোগদান করলেন তৃণমূলে ৷ মঙ্গলবারের এই ঘটনা ঘিরে যখন সরগরম দেশের রাজধানী, তখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর দলকে পালটা আক্রমণ করলেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhuri) ৷ লোকসভায় কংগ্রেসের দলনেতার দাবি, বাংলাকে লুটেছে তৃণমূল ৷ এখন দিল্লিতে রাজনৈতিক ব্যবসা শুরু করেছে ৷

প্রসঙ্গত, গতকাল নয়াদিল্লি পৌঁছান তৃণমূল নেত্রী ৷ আজ তাঁর সঙ্গে দেখা করতে অনেকে আসেন ৷ সেই দলেই ছিলেন বিহারের জেডিইউ নেতা পবন বর্মা, প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা কীর্তি আজাদ ও হরিয়ানার নেতা অশোক তানওয়ার, যিনি কংগ্রেসের প্রাক্তন সাংসদ ৷ এই তিনজনই এদিন তৃণমূলে যোগদান করেন (Three leader join tmc today) মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ৷

আরও পড়ুন : Kirti Azad joins TMC : দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকে প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে জানালেন কীর্তি

দেশজুড়ে মোদি বিরোধীদের একজোট করার কথা বলে সংগঠন বিস্তার করতে শুরু করেছে তৃণমূল ৷ সেই প্রক্রিয়ায় দেশের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক নেতারা তৃণমূলে যোগদান করছেন ৷ দেখা যাচ্ছে যে যাঁরা ঘাসফুল শিবিরের শরিক হচ্ছেন, তাঁদের অধিকাংশই কংগ্রেসের ৷

  • It's just an example of opportunistic politics. These people thought they will not earn profit here. TMC has brought a lot of money by looting West Bengal and is doing political trade in Delhi: Congress' Adhir Ranjan Choudhary on various leaders of Congress joining TMC party pic.twitter.com/aSIP9kNpjb

    — ANI (@ANI) November 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে মোদি বিরোধী জোট গঠনে তৃণমূলের সদিচ্ছা নিয়ে ৷ কংগ্রেসও বারবার এই প্রশ্ন তুলেছে ৷ এদিন সেই কথাই আবার শোনা গেল বহরমপুরের সাংসদের মুখে (Adhir Chowdhuri attacks on tmc joining) ৷ তিনি এদিন বলেন, ‘‘এটা সুবিধাবাদী রাজনীতির উদাহরণ ৷ এই লোকগুলি (যাঁরা তৃণমূলে যোগ দিলেন) এখানে লাভ করতে পারছিল না ৷ তৃণমূল পশ্চিমবঙ্গকে লুটে অনেক টাকা পাচ্ছে এবং দিল্লিতে রাজনৈতিক ব্যবসা করছে ৷’’

আরও পড়ুন : Locket Chatterjee on Tripura TMC : ত্রিপুরায় খেলা হবে না, বিকাশ হবে ; দাবি লকেটের

প্রসঙ্গত, তৃণমূলও মোদি বিরোধী জোট নিয়ে কংগ্রেসের কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন তুলেছে বারবার ৷ বিজেপিকে তারাই হারাতে সক্ষম বলে দাবি করেছে ঘাসফুল শিবির ৷ কংগ্রেস কেন বিজেপিকে হারাতে পারছে না, সেই প্রশ্নও মমতার দল বারবার তুলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.