Abhishek unveils TMC Manifesto: 10টি অঙ্গীকার নিয়ে মেঘালয়ের মানুষের দরজায় তৃণমূল, জানালেন অভিষেক
Updated on: Jan 24, 2023, 3:55 PM IST

Abhishek unveils TMC Manifesto: 10টি অঙ্গীকার নিয়ে মেঘালয়ের মানুষের দরজায় তৃণমূল, জানালেন অভিষেক
Updated on: Jan 24, 2023, 3:55 PM IST
আগামী 16 ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন (Meghalaya Assembly Elections 2023) ৷ আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ মঙ্গলবার তৃণমূলের অঙ্গীকার পত্র (TMC Manifesto) প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
শিলং (মেঘালয়), 24 জানুয়ারি: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের মতো করেই মেঘালয়েও 10টি অঙ্গীকারকে সামনে রেখে বিধানসভা ভোটের জন্য ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । মঙ্গলবার মেঘালয়ের রাজধানী শিলংয়ে সাংবাদিকদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সেখান থেকেই ওই রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য অঙ্গীকার পত্র প্রকাশ করলেন তিনি । একুশের বিধানসভা নির্বাচনে যেমন 10টি প্রধান ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে, এখানেও বাংলার শাসকদলের মূল ভরসা সেই 10টি অঙ্গীকার ।
এদিন সাংবাদিক সম্মেলনে অভিষেক বলেন, ‘‘নির্বাচনের আগে ভোটপাখি হয়ে আপনাদের রাজ্যে ভোট চাইতে আসছে না তৃণমূল । কেউ কেউ আমাদের বলেন বহিরাগত । কিন্তু গত এক দেড় বছর আপনাদের পাশে থেকে মানুষের দাবি দাওয়া নিয়ে লড়াই করেছি । সেই লড়াইয়ের ভিত্তিতে আপনাদের দরজায় যাচ্ছি আমরা । নির্বাচনের সময় আসা, তারপর নির্বাচন চলে গেলে ভুলে যাওয়া এমন ইতিহাস তৃণমূল কংগ্রেসের নেই ।’’
তিনি আরও বলেন, ‘‘অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলিকে দেখা যায় নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবে রাখে না । তৃণমূল সেই রকম দল নয়, আর সেই কারণেই মেঘালয়ের মানুষকে কোনও প্রতিশ্রুতি দিতে চাইছি না আমরা । বরং আমরা দলের ইস্তেহারকে অঙ্গীকার পত্র লিখছি একটাই কারণে । আমরা এই 10 অঙ্গীকার নিয়ে মানুষের দরজায় যাচ্ছি । নির্বাচনে জেতার পর এই অঙ্গীকার পূরণই হবে তৃণমূল কংগ্রেসের সরকারের প্রধান কাজ ।’’
প্রথম অঙ্গীকারে বলা হয়েছে, মেঘালয়ের অর্থনীতির (Meghalaya Economy) হাল ফেরানোই মেঘের দেশে তৃণমূলের প্রথম অঙ্গীকার । এক্ষেত্রে আগামী পাঁচ বছরের মেঘালয়ের অর্থনীতিকে ডবল ডিজিট ইকোনমিতে পৌঁছে দেওয়াই লক্ষ্য । ক্ষমতায় এলে প্রতিবছরে চার হাজার নতুন ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্প স্থাপন করা হবে । একই সঙ্গে সেখানে খনিজ সম্পদের ভাণ্ডার রয়েছে, তাকে বিজ্ঞানসম্মত ও লাভজনক উপায়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে ৷
দ্বিতীয় অঙ্গীকরে বলা হয়েছে, মেঘালয়ের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিতকরণ । এর মধ্যে মাইকার্ড (My Card) এবং উইকার্ডের (We Card) মতো বিষয়গুলি রয়েছে । তৃণমূলের লক্ষ্য আগামী পাঁচ বছরের 3 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা । ক্ষমতায় এলে 1 লক্ষ উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে ল্যাপটপ দেওয়া হবে ।
তৃতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রতি উইমেন এমপাওয়ারমেন্টস স্কিম । এই স্কিমের আওতায় প্রত্যেক পরিবারের মহিলাদের 1000 টাকা করে মাসে সরাসরি ব্যাংক ট্রান্সফারের কথা বলেছে তৃণমূল । চতুর্থ অঙ্গীকার সকলের জন্য সোশ্যাল সিকিউরিটি স্কিম । বিভিন্ন ক্ষেত্রে ভাতা প্রাপকরা আগামিদিনে এক হাজার টাকা করে দেওয়ার কথা এখানে বলা হয়েছে ।
এছাড়াও এই অঙ্গীকার পত্রে কৃষক স্বার্থের কথা যেমন বলা হয়েছে, একইভাবে হাসপাতাল-সহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের কোথাও বলা হয়েছে । তৃণমূলের তরফ থেকে এদিন প্রকাশ করার ইস্তেহারে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে মেঘালয়ের সাংস্কৃতিক বিকাশ ও নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়নের উপর । এদিন মেঘালয় যে ইশতেহার প্রকাশ করা হয়েছে, তার পেছনে রয়েছে বাংলার উন্নয়ন মডেল । এখন দেখার মেঘালয়ের মানুষ এই উন্নয়নের মডেলকে কতটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করে !
আরও পড়ুন: 6-7 ফেব্রুয়ারি দু’দিনের সফরে ত্রিপুরায় মমতা-অভিষেক
