Sri Guru Granth Sahib: কাবুল থেকে দেশে ফিরল শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিব, মাথায় নিলেন কেন্দ্রীয় মন্ত্রী

author img

By

Published : Aug 24, 2021, 12:24 PM IST

কাবুল থেকে দিল্লি এল গুরু গ্রন্থসাহিব

শেষমেশ তালিবানের আফগানিস্তান থেকে দেশে ফিরল শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিব ৷ বিমান থেকে নামতেই তা মাথায় তুলে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ৷

নয়া দিল্লি, 24 অগস্ট : দেশে এসে পৌঁছাল শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিব ৷ গতকাল থেকে এনিয়ে জল্পনা চলছিল ৷ আজ এয়ার ইন্ডিয়ার (Air India) এআই 1956 (AI 1956) বিমানে দিল্লি এসে পৌঁছায় 3টি গুরু গ্রন্থসাহিব (3 swaroops of Sri Guru Granth Sahib) ৷ আফগানিস্তান (Afghanistan) থেকে তাজাকিস্তান (Tajikistan) ৷ সেখানে দুশানবে (Dushanbe) থেকে 78 জন যাত্রী-সহ এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি পৌঁছায় আজ সকালে ৷

দেশের মাটিতে পা রাখার পর দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রন্থসাহিবের 3টি স্বরূপ মাথায় তুলে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী (Union Minister HS Puri), বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন (MoS MEA V Muraleedharan), বিজেপি নেতা আরপি সিং (BJP leader RP Singh) ৷

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী মাথায় তুলে নিয়ে আসছেন শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিব

আরও পড়ুন : Afghan Pop Star : তালিবানরা পাকিস্তানের মদতপুষ্ট, ভারত আমাদের প্রকৃত বন্ধু ; অকপট আরিয়ানা

আফগানিস্তান থেকে এই 3টি গুরু গ্রন্থসাহিব যাঁরা ভারতে বয়ে নিয়ে এসেছেন তাঁদের মধ্যে একজন সর্দার ধর্মেন্দ্র সিং (Sardar Dharmendra Singh) ৷ তিনি প্রধানমন্ত্রী মোদিকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "গতকাল কাবুল থেকে রওনা দিয়েছিলাম ৷ আজ সকালে ভারতে এসে পৌঁছেছি ৷ আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই, ভারতীয় দূতাবাস আর ভারতের বায়ুসেনাকেও ৷ তাঁরা সবাই আমাদের প্রচুর সাহায্য করেছেন ৷"

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীও প্রধামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, "আমার ভাইদের সঙ্কটজনক পরিস্থিতি থেকে বের করে আনার দুঃসাধ্য কাজ সম্ভব করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ বাকিদেরও নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে ৷ আমরা তাঁদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি ৷"

ওই বিমানে 78 জন যাত্রীর মধ্যে 25 জন ভারতীয় নাগরিক ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইটে জানান, "আফগানিস্তান থেকে নিরাপদে ভারতে এসে পৌঁছেছে এআই 1956 ৷ দুশনবে থেকে 78 জন যাত্রী, যার মধ্যে 25 জন ভারতীয় রয়েছেন৷ কাবুল থেকে তাঁদের নিয়ে আসা হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.