পশ্চিমবঙ্গ

west bengal

Odisha Train Accident: শনাক্ত হয়নি, 100 জনের দেহ রাখা হচ্ছে ভুবনেশ্বর এইমসে

By

Published : Jun 4, 2023, 10:32 AM IST

Balasore train accident

পরিবারের সদস্যরা এসে যাতে সহজে দেহ শনাক্ত করতে পারে তাই 100 জনের দেহ রাখা হয়েছে এইমস ভুবনেশ্বরে ৷ বাকি 60 জনের দেহ রাখা হবে ভুবনেশ্বরের বিভিন্ন হালপাতালে ৷

ভুবনেশ্বর, 4 জুন: ওড়িশার বালাসোরের কাছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 288 জনের ৷ আহত বহু ৷ এমতাবস্থায় বিভিন্ন রাজ্য থেকে পরিবারের সদস্যরা এসে কিছু দেহ শনাক্ত করেছে ৷ তবে মৃতদের মধ্যে থেকে 160 জনের দেহ এখনও শনাক্ত করা যায়নি বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে ৷ সেইগুলির মধ্যে থেকে 100 জনের দেহ ভুবনেশ্বর এইমসে নিয়ে আসা হয়েছে ৷ ওই দেহগুলিকে এইমসেই আপাতত রাখা হবে ৷ কারণ সেখানে দেহগুলি আরও ভালোভাবে সংরক্ষণ করা যাবে । পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের পক্ষে এইমসে এসে দেহগুলি শনাক্ত করতে সুবিধা হবে ৷ এমনটাই জানিয়েছেন ভুবনেশ্বরের ডিসিপি প্রতীক গীতা সিং ৷ তিনি জানান, বাকি 60টি দেহ ভুবনেশ্বরের অন্যান্য বিভিন্ন হাসপাতালের মর্গে রাখা হবে ৷

শুক্রবার সন্ধ্যায় বালাসোরের বাহাঙ্গা বাজার রেলওয়ে স্টেশনের কাছে চেন্নাইগামী করোমণ্ডল এক্সপ্রেস এবং হাওড়াগামী যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে ৷ এই ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে ৷ শেষ পরিসংখ্যান অনুযায়ী, অন্তত 288 জনের মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায় এবং 900 জনেরও বেশি আহত হয়েছেন । আহতরা অনেকেই বালাসোরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৷ একইসঙ্গে মৃতদের দেহ শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷

আরও পড়ুন:ডিউটি বদলে উঠেছিলেন করমণ্ডলে, মৃত্যুমুখ থেকে ফিরে আতঙ্কে রেলকর্মী

পশ্চিমবঙ্গের বহু পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে অন্য যাত্রীর প্রাণ গিয়েছে বালাসোরের ট্রেন দুর্ঘটনায় ৷ পরিবারগুলি ইতিমধ্যে ওড়িশায় পৌঁছেছে দেহ নিয়ে আসার জন্য ৷ তবে যেসমস্ত দেহ এখনও শনাক্ত করা যায়নি সেগুলিকে এইমস ও ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালের মর্গে রাখা হবে ৷ কারণ বালাসোরে অতগুলি দেহকে রাখার মতো মর্গের ব্যবস্থা নেই ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে প্রায় 55টি দেহ শনাক্ত করা হয়েছে ৷ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরও করা হয়েছে । তবে যে দেহগুলি শনাক্ত করা যায়নি সেগুলিকে ভানাগা হাইস্কুলে এবং বালাসোরের উত্তর ওড়িশা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিজনেস পার্কের একটি অস্থায়ী মর্গে রাখা হয়েছিল । এবার সেখান থেকেই সেগুলিকে এইমস ও ভুবনেশ্বরের অন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে ৷

আরও পড়ুন:'রক্তাক্ত দেহের উপর পা রেখে জানলা দিয়ে বেরিয়ে প্রাণে বেঁচেছি'

ভুবনেশ্বরের ডিসিপি জানিয়েছেন, 24 ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা রয়েছে ৷ সেখানে শনাক্ত করা যায়নি এমন দেহগুলির ছবি রাখা আছে ৷ যে কেউ ভুবনেশ্বের পুলিশে যোগাযোগ করে দেহগুলি শনাক্ত করতে পারে ৷ যদি কারও পরিবারের কোনও সদস্য ট্রেনের থাকার সত্ত্বেও তাকে পাওয়া যাচ্ছে না তারা এখানে যোগাযোগ করতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details