ETV Bharat / state

ওর নামে কোনও বদনাম নেই, কোন আইপিএসের কথা বললেন মমতা ? - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 11:05 PM IST

Mamata Banerjee Malda Campaign
মালদায় নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের ইস্তফা নেওয়া হলেও মনোনয়নে ত্রুটি থাকার কারণে তা গৃহীত হয়নি । রবিবার মালদায় দলীয় ভোট প্রচারে আর কী বললেন তিনি ?

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

মালদা, 28 এপ্রিল: প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের ইস্তফা নেওয়া হলেও মনোনয়নে ত্রুটি থাকার কারণে তা গৃহীত হয়নি । রবিবার মালদায় দলীয় আইপিএস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করতে এসে নাম না করে এমনই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

পাশাপাশি হবিবপুর ব্লকে তৃণমূলের ভরাডুবি কাটাতে কাজ করতে সুযোগ দেওয়ার আর্জি করলেন তৃণমূল সুপ্রিমো । এদিন দুপুরে হবিবপুর ব্লকের রাইস মিল সংলগ্ন ময়দানে মালদা উত্তরের দলীয় প্রার্থী তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । হবিবপুর যে বিজেপির গড়, তা জনসভার পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছিল । মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভাতে একাধিক খালি চেয়ারও লক্ষ্য করা গিয়েছে । দলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমোর মুখে উঠে আসে আইপিএস দেবাশিস ধরের কথা ।

এই বিষয়ে মমতা বলেন, "একজন আইপিএসের ইস্তফা গৃহীত হওয়ার পরেও কিছু ত্রুটি থাকার কারণে জয়েন করতে পারেনি । তবে প্রসূন বন্দ্যোপাধ্যায় পুলিশের প্রথম থেকে একদম উঁচু স্তর পর্যন্ত কাজ করেছে । কিন্তু ওর নামে কোনওদিন কোনও বদনাম নেই । ও চিরকাল দৌড়েছে । মালদা জেলায় পুলিশ সুপার থাকাকালীন আইনশৃঙ্খলা বজায় রেখেছে ।"

এদিন তিনি আরও বলেন, "গত পাঁচ বছরে বিজেপি এখানে কী করেছে ? এখানে সব পঞ্চায়েত বিজেপির । গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, বিধায়ক এমনকি সাংসদও বিজেপির । কাজটা আমরা করব কীভাবে ? আপনাদের কাজ করার জন্য আমাদের লোক চাই । তাই এবারে একটু ভাবুন, এবার বদলান-পালটান । বিজেপির আদিবাসীদের জন্য কী করেছে ? হুল উৎসব, করম উৎসব থেকে শুরু করে আদিবাসীদের সমস্ত উৎসব আমরা পালন করি । অনেক আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমার সঙ্গে কাজ করে । আমার মন্ত্রিসভার সদস্যও রয়েছে । সারণা ধর্ম নিয়ে অনেকদিন ধরে আন্দোলন চলছে । আমরাও আবেদন করেছি । কিন্তু এখনও সারণা ধর্মকে সম্মান দেওয়া হয়নি ।"

আরও পড়ুন :

  1. সুজাপুরের সভামঞ্চ থেকে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা ! কোন ভুলে ?
  2. আপনারা কি চান আমি সিপিএমের কাছে আত্মসমর্পণ করি? ভিড়কে প্রশ্ন মমতার
  3. মুখ্যমন্ত্রীকে জুতো মারার নিদান, স্বপনের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.