ETV Bharat / sports

জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে খড়কুটো গুজরাত, টানা দ্বিতীয় জয় আরসিবি'র - Indian Premier League

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 9:43 PM IST

Etv Bharat
Etv Bharat

IPL 2024: উইল জ্যাকস নামক এক অতিমানবের ব্যাটিং তাণ্ডবে ঘরের মাঠে গোহারা শুভমন গিলের গুজরাত ৷ মাত্র 41 বলে শতরান হাঁকিয় আরসিবি'কে 9 উইকেটে বিশাল জয় এনে দিলেন ইংরেজ ব্য়াটার ৷ যা আইপিএলের ইতিহাসে পঞ্চম দ্রুততম ৷

আমেদাবাদ, 28 এপ্রিল: কুড়ি-বিশের ক্রিকেটে দু'শো রান যে আর কোনওভাবেই নিরাপদ নয়, নিরন্তর তার প্রমাণ দিচ্ছে এবারের আইপিএল ৷ ব্যতিক্রম হল না রবিবাসরীয় ডাবল-হেডারের প্রথম ম্যাচ ৷ এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্য়াট করে 200 রান তুলেও ম্য়াচ হারল গুজরাত টাইটান্স ৷ সৌজন্যে উইল জ্যাকস নামক এক অতিমানবের ব্যাটিং তাণ্ডব ৷ যে তাণ্ডবে খড়কুটোর মতো উড়ে গেল শুভমন গিলের গুজরাত ৷ মাত্র 41 বলে শতরান হাঁকিয় আরসিবি'কে 9 উইকেটে বিশাল জয় এনে দিলেন তিনি ৷ যা আইপিএলের ইতিহাসে পঞ্চম দ্রুততম ৷

জ্য়াকসকে সঙ্গ দিয়ে বিরাট কোহলি অপরাজিত থেকে গেলেন 70 রানে ৷ দ্বিতীয় উইকেটে কোহলি-জ্য়াকসের অবিভক্ত জুটিতে উঠল 166 রান ৷ ঘরের মাঠে টস হেরে এদিন প্রথমে ব্যাট করে গুজরাত টাইটান্স ৷ দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিলের ব্য়াট চওড়া না হলেও তৃতীয় উইকেটে দলের বড় রানের ভিত গড়েন সাই সুদর্শন এবং শাহরুখ খান ৷ তৃতীয় উইকেটে যোগ হয় 86 রান ৷ 8টি চার, 4টি ছয়ে 49 বলে অপরাজিত 86 রান করেন সুদর্শন ৷ 3টি চার, 5টি ছয়ে 30 বলে 58 রান আসে শাহরুখের ব্যাটে ৷

শেষদিকে ডেভিড মিলারের 19 বলে 26 রান 20 ওভারে তিন উইকেট হারিয়ে 200 রানে পৌঁছে দেয় গুজরাতকে ৷ জবাবে ডু'প্লেসি 24 রানে ফিরলেও থামানো যায়নি জ্য়াকস-বিরাট জুটিকে ৷ রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদকে সাধারণ স্তরে নামিয়ে আনেন আরসিবি'র দুই ব্যাটার ৷ 24 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন তাঁরা ৷

6টি চার এবং 3টি ছয়ে সাজানো কোহলির 44 বলে অপরাজিত 70 রানের ইনিংস ৷ অন্যদিকে ইংরেজ ব্যাটারের ঝোড়ো শতরানের ইনিংস সাজানো ছিল 10টি ছক্কা এবং 5টি চার দিয়ে ৷ তবে তৃতীয় জয়েও লিগ টেবলে অবস্থান বদলাল না কোহলিদের ৷ 6 পয়েন্ট নিয়ে দশম স্থানেই রইল তারা ৷

আরও পড়ুন:

  1. ব্যর্থ রাহুলের লড়াই! সঞ্জু-জুরেলের দাপুটে ব্যাটিংয়ে টানা চার ম্যাচ জিতল রাজস্থান
  2. চোট সারিয়ে দলে ফিরছেন স্টার্ক, নারিন মন্ত্রে মুক্তি খুঁজছে কেকেআর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.